এখনই সব বলা যাচ্ছে না, তবে ঘটনা ঘটেছে -ডিএমপি

Home Page » জাতীয় » এখনই সব বলা যাচ্ছে না, তবে ঘটনা ঘটেছে -ডিএমপি
বৃহস্পতিবার, ১৮ মে ২০১৭



Image result for ডিএমপি: এখনই সব বলা যাচ্ছে না, তবে ঘটনা ঘটেছেবঙ্গ-নিউজঃ রাজধানীর বানানীর একটি হোটেলে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় এখনই বিস্তারিত কিছু না জানালেও ধর্ষণের ঘটনা যে ঘটেছে তা জানিয়েছেন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলাম।

আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে এ কথা জানিয়েছেন তিনি। বনানীর ঘটনার মামলায় অন্যতম অভিযুক্ত নাঈম আশরাফের গ্রেপ্তারকে কেন্দ্র করে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ডিএমপি।

মনিরুল ইসলাম বলেন, ‘কেবল আসামি ধরা পড়ল। এখনই সব বলা যাচ্ছে না। তবে ধর্ষণের ঘটনা ঘটেছে।’ তিনি যোগ করেন, ‘বনানীতে ধর্ষণ মামলার বাদী ও তার বান্ধবীকে জিজ্ঞেসাবাদ করা হয়েছে। আসামিদের কাছে যা পাচ্ছি তা তাদের কথার সঙ্গে মিলিয়ে নেওয়া হচ্ছে। মেইন আসামি কেবল ধরা পড়ল। প্রাথমিক ভাবে এটুকু বলতে পারি যে ধর্ষণের ঘটনা ঘটেছে।’

মনিরুল ইসলাম আরও বলেন, ‘আমাদের আইন অনুযায়ী ও নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পেনাল কোড অনুযায়ী ধর্ষণের যে সংজ্ঞা দেওয়া হয়েছে সে অনুযায়ী মোটামুটি ধর্ষণের কিছু তথ্য প্রাথমিক ভাবে পাওয়া গেছে। জিজ্ঞেসাবাদ শেষে প্রকৃত ঘটনা যতদূর জানা যায় তা আপনাদের জানানো হবে।’

এর আগে গত বুধবার রাতে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়া থেকে বনানীর ঘটনার অন্যতম আসামি নাঈম আশরাফকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা। তাকে দশ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে বলেও জানিয়েছেন মনিরুল ইসলাম।

গত ৬ মে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ এনে মামলা দায়ের করেন দুই তরুণী। এজহারে বলা হয়, বনানীর রেইনট্রি হোটেলে তাদের অস্ত্রের মুখে রাতভর ধর্ষণ করেছেন আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ ও নাঈম আশরাফ। এই কাজে তাদের সাহায্য করেছেন ও ঘটনার ভিডিও করেছেন সাফাতের গাড়িচালক বিল্লাল ও দেহরক্ষী রহমত আলী। এই মামলার অপর চার আসামি সাফাত, বিল্লাল, রহমত আলী এবং অপর আসামি সাদমান সাকিফকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫:৪০:০১   ৩৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ