“রকেটের গতিতে ছুটছে জিৎ এর Boss2 মুভির ট্রেইলার”

Home Page » ফিচার » “রকেটের গতিতে ছুটছে জিৎ এর Boss2 মুভির ট্রেইলার”
বুধবার, ১৭ মে ২০১৭



fb_img_1495017791568.jpg

ওমর সানিঃবঙ্গ-নিউজঃ  বাংলাদেশের বহুল জনপ্রিয় জাজ মাল্টিমিডিয়া ও কোলকাতার জনপ্রিয় গ্রাসরুট এন্টারটেইনমেনট এর যৌথ প্রযোজনায় এবার ঈদে রিলিজ হতে যাচ্ছে ব্যয়বহুল সিনেমা বস২। গত ১২ ই মে প্রকাশিত হয় বস ২ মুভির অফিসিয়াল ট্রেইলার।

ট্রেইলার প্রকাশের পরপরই হুমড়ি খেয়ে পড়ে জিৎ এর পাগল ভক্তরা। বস টুতে অভিনয় মূল চরিত্রে অভিনয় করেছেন,,সুপারস্টার জিৎ,,নুসরাত ফারিহা ও শুভস্রী। রকেটের বেগে ছুটতে বস টু মুভির ট্রেইলার।  ১ মিলিয়ন ছাড়িয়ে দূরন্ত গতিতে ছুটে চলছে বস টু মুভির ট্রেইলার। জিৎ অভিনীত ক্রান্তি মুভিতে সুপারস্টার জিৎ একটা ডায়ালগ দিয়েছিলেন। তিনি বলেছিলেন “জিৎ “নামের মানে হচ্ছে,  অন্ধকারে এক চিলতে রোদ্দুর , যে অসহায় , যে দুর্বল, তার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়াবার সাহস । এক সাথে , এক হয়ে , এগিয়ে চলার মানে জিৎ । শুধু কথায় নয় কাজে ও পরিচয় দিলেন জিৎ। রীতিমত কাজে কর্মে ও বুঝিয়ে দিলেন জিৎ এর মানেটা।

দুই বাংলার চলচ্চিত্রের একটি ইতিহাসের নাম হচ্ছে জিৎ । দীর্ঘ এক যুগ পেরিয়ে একাই শাসন করে চলেছেন টলিউড ইন্ডাস্ট্রিকে । আর গত এক বছর হলো ঢালিউডে পা রাখছেন জিৎ , তারপর থেকেই  বসের কি পাওয়ার তা দেখিয়ে দিয়েছে বাদশাহ মুভি দিয়ে । শুধু একটা মুভি দিয়ে সাকিবের মত হিরোদের হারিয়ে বস এখন ঢালিউড ও শাসন করছে । জিৎ এখন এক সাথে দুই বাংলা রাজ করছে । তার সঙ্গে পাল্লা দিয়ে অনেক চিত্রনায়কই এসেছেন টলিউডে, কিন্তু সুবিধা করতে পারেননি। জিৎ  একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়ে প্রযোজকদের লগ্নি উঠিয়ে আনার পাশাপাশি দর্শকের ভালবাসা অর্জন করে অসামান্য জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি।

চিত্রনায়ক প্রসেনজিতের পর এককভাবে টলিউড চলচ্চিত্রের হাল ধরে রেখেছেন জিৎ। টলিউড ইন্ডাস্ট্রির দুর অবস্থায় জিৎ এর ছবিই ছিলো একমাত্র ভরসা। শুধুমাত্র একজন অভিনেতা হিসেবে নয়, প্রযোজক হয়েও তাক লাগিয়ে দিয়েছেন সিনেমাপাড়ায়। তারপর থেকেই একের পর এক গুণ দেখিয়ে যাচ্ছেন জিৎ । যেমন: অভিনেতা , প্রযোজক , গায়ক , গল্প লেখক । যার মধ্যে এতো গুন আছে তাকে কখনো কেউ হারাতে পারে না , বরং তার কাছে সবাই হেরে যায় , কারন তার নাম জিৎ ।

 নিজের যোগ্যতায় দীর্ঘদিন ধরে নিজের জনপ্রিয়তা ধরে রাখার পাশাপাশি চলচ্চিত্র শিল্পকে খাদের কিনারা থেকে তুলে আনার চেষ্টা করছেন প্রতিনিয়ত । কিছু লোক আছে যারা জিৎ এর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এবং নিজেদের ক্যারিয়ায়ের চরম ব্যর্থতায় হতাশাগ্রস্ত হয়ে পেছনের দরজা দিয়ে লাইমলাইটে আসার চেষ্টা করছে। তাদের এই চেষ্টা সফল হবেনা কখনোই।

কারন জনপ্রিয়তা অর্জন করতে হয়, দখল করা যায়।

বাংলাদেশ সময়: ১৭:০৪:২৫   ১৭৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ফিচার’র আরও খবর


অ্যানেন্সেফ্লাই কী? - রুমা আক্তার
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
“ম্রো’ আদিবাসীর গো হত্যা’ অনুষ্ঠাণ ” - তানিয়া শারমিন
আলোকিত স্বপ্ন নিয়ে তৃতীয় বর্ষে রবিকর ফাউন্ডেশন
নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন রক্ষায় প্রয়োজন জেন্ডার সংবেদনশীল নীতির পর্যালোচনা
জিনগত ত্রুটির অপর নাম “ডাউন সিনড্রোম”- রুমা আক্তার
মোহাম্মদ শাহ আলমের জীবন ও কর্ম
ইসফাহান নেসফে জাহান
সিলেটে গ্রুপ ফেডারেশনের কর্মশালায় বির্তকিত মুরাদ- আয়োজকদের দুঃখ প্রকাশ
ডলারের দাম যেভাবে বাড়ছে, টাকার দাম কেন কমছে

আর্কাইভ