টি-টোয়েন্টিতে ডাবল সেঞ্চুরি, দলের রান ৩২২!

Home Page » ক্রিকেট » টি-টোয়েন্টিতে ডাবল সেঞ্চুরি, দলের রান ৩২২!
রবিবার, ১৪ মে ২০১৭



rudra-dhanday-mumbai-india-01.jpgবঙ্গ-নিউজঃ কয়েক বছর আগে ওয়ানডে ক্রিকেটেও তিনশ রানের সংগ্রহকে বিশাল মনে করা হতো। কিন্তু এখন ওয়ানডেতে তিনশ যেন কোন রানই নয়! প্রায়ই তিনশ হয়ে যাচ্ছে। তিনশ চেজ করে জেতার ঘটনাও ঘটছে প্রায়ই। এখন তিনশর খবর আসছে টি-টোয়েন্টি ক্রিকেটেও! যেমন এবার এলো মুম্বাই থেকে।বড় কোন প্রতিযোগিতায় অবশ্য নয়। মুম্বাইয়ে পরশুর ঘটনাটা একটি আন্তঃকলেজ টুর্নামেন্টে। তবে যে টুর্নামেন্টই হোক না কেন, টি-টোয়েন্টিতে যখন তিনশ রান আশ্চর্য হওয়ারই বিষয়। আশ্চর্যের আরেকটি বিষয় আছে। ওই ম্যাচে ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন রুদ্র ধন্দে নামের এক ব্যাটসম্যান!

প্রথম ৩৯ বলে সেঞ্চুরি, পরে আর মাত্র ২৮ বল খেলে আর একটি সেঞ্চুরি। অর্থাৎ ৬৭ বলে খেলে ঠিক ২০০ রান করে অপরাজিত ছিলেন রুদ্র! ২১টি চার আর ১৫টি ছক্কায় সাজিয়েছেন ডাবল সেঞ্চুরির ইনিংসটি। তার এই ডাবল সেঞ্চুরির উপর ভর করেই ডালমিয়া কলেজের বিপক্ষে নির্ধারিত ওভারে মাত্র দুই উইকেট হারিয়ে ৩২২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় রিজভি কলেজ!

পরে জবাব দিতে নেমে ১০.২ ওভারেই ৭৫ রানে গুটিয়ে যায় ডালমিয়া কলেজ। ২৪৭ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছেন রুদ্ররা। টি-টোয়েন্টিতে এটাই বোধহয় আড়াইশর বেশি রানের ব্যবধানে জেতার রেকর্ড। এই ক্রিকেট যেহেতু স্বীকৃত নয়, তাই এই ধরনের ক্রিকেটের কোনো স্বীকৃত আর্কাইভও নেই। থাকলে নিশ্চয় এই ম্যাচের স্কোর কার্ডটা একটু বেশিই ঝলমলে থাকতো।

বাংলাদেশ সময়: ১৮:৪৮:২৬   ২৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ