অভিযানের সময় ফায়ার সার্ভিস কর্মী নিহত: পুলিশের দিকে অভিযোগের তীর

Home Page » জাতীয় » অভিযানের সময় ফায়ার সার্ভিস কর্মী নিহত: পুলিশের দিকে অভিযোগের তীর
রবিবার, ১৪ মে ২০১৭



বঙ্গ-নিউজ:  রাজশাহীর গোদাগাড়ীর বেনীপুর গ্রামে ‘জঙ্গি আস্তানায়’ অভিযানের সময় সন্দেহভাজন জঙ্গিদের হামলায় এক ফায়ার সার্ভিস কর্মি নিহত হওয়ার ঘটনায় পুলিশের গাফিলতির অভিযোগ করছে ফায়ার সার্ভিস।

rajshahi militant raided 2

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স) একে এম শাকিল নেওয়াজ নিজে এই অভিযোগ তুলেছেন। পুলিশের বিরুদ্ধে সমন্বয়হীনতা ও গাফিলতির অভিযোগ তুলেছেন তিনি।

বৃহস্পতিবার সকালে জঙ্গি আস্তানায় অভিযানের সময় জঙ্গিরা হঠাৎ বাড়ি থেকে বেড়িয়ে এসে হামলা চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর। আত্মঘাতী  বিস্ফোরণ ঘটিয়ে এবং দেশি অস্ত্রো দিয়ে ঝটিকা হামলা চালায় জঙ্গিরা। ভিডিওতে দেখা যায়, এক নারী জঙ্গি দেশি ধারালো অস্ত্রো দিয়ে কোপাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মি আব্দুল মতিনকে। আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

পুলিশের সামনে এই হত্যা এবং ফায়ার সার্ভিস কর্মিরা জঙ্গিদের এতোটা কাছে যাওয়াতে অভিযোগ তুলেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস পরিচালক বলেন, ‘গোদাগাড়ীতে পুলিশ আমাদের কাছে সহযোগিতা চাইলে আমরা লোক পাঠাই। ফায়ার সার্ভিস নির্দিষ্ট দূরত্বে কাজ করছিল। কেননা আমাদের নিকট দূরত্বে কোন অবস্থাতেই যাওয়ার কথা নয়।’ এই ধরনের অপারেশনে আরও পরিকল্পনা, প্রস্তুতি ও সমন্বয় থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

এ দিকে, ফায়ার সার্ভিস পরিচালকের এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন পুলিশ সদর দফতরের অতিরিক্ত মহাপরিদর্শক (মিডিয়া) সহেলী ফেরদৌস। তিনি বলেন, ‘যে কোন অপারেশনে পুলিশের সর্বোচ্চ প্রস্তুতি ও সমন্বয় থাকে।’ তিনি আরও বলেন, জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে ঝুঁকির মধ্যেই কাজ করতে হয় পুলিশকে। কিন্তু সর্বোচ্চ প্রস্তুতি থাকে। তারপরও মাঝে মধ্যে আক্রান্ত হতে হয়।

উদাহরণ হিসেবে তিনি বলেন, ‘গুলশানের হলি আর্টিজানে ডিএমপির এসি রবিউল হক ও বনানী থানার ওসি সালাহউদ্দিন খানকে নিহত হতে হয়েছে। সিলিটের আতিয়া মহলে জঙ্গি হামলায় লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ নিহত হয়েছেন। এ ছাড়া জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে অনেক পুলিশ আহত ও নিহত হয়েছেন। এগুলো অপারেশনের দুর্ঘটনা। এখানে পুলিশের কোন গাফিলতি নেই।’

বাংলাদেশ সময়: ১৭:৩৯:৫০   ২৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ