অর্থমন্ত্রী: দেশের শিক্ষার মান মোটেও বাড়েনি

Home Page » প্রথমপাতা » অর্থমন্ত্রী: দেশের শিক্ষার মান মোটেও বাড়েনি
রবিবার, ১৪ মে ২০১৭



abul mal abdul muhit says central bank involve in money theft scamবঙ্গ-নিউজঃ দেশের শিক্ষার মান মোটেও বাড়েনি বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শনিবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অর্থনৈতিক রিপোর্টারদের সংগঠন ইআরএফের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থা সম্প্রসারণে আমরা জোর দিয়েছিলাম। সেটা সফল হয়েছে। তবে শিক্ষার মানটা মোটেও বাড়েনি। আমাদের এখন মানের দিকে নজর দেয়া দরকার।

শিক্ষার মান বাড়াতে শিক্ষক তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, শিক্ষক গড়া অত সহজ নয়। যেসব ইনস্টিটিউট আছে, তাতে সম্ভব নয়। আরও বাড়ানো দরকার। পিএইচডির সংখ্যাও আরও বাড়ানো উচিত।

এখন থেকে গবেষণার জন্য অর্থ বরাদ্দ থাকবে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে- জ্ঞানের জগতে প্রবেশ করতে দেয়া। আসল জ্ঞান অর্জন হবে বিশ্ববিদ্যালয় শেষ করার পর।

আর এজন্য স্থানীয়দের উদ্যোগী হওয়ার পাশাপাশি লাইব্রেরিগুলোর ব্যাপক সংস্কার দরকার এবং গ্রামে গ্রামে লাইব্রেরি প্রতিষ্ঠা হওয়া দরকার বলে মনে করেন আবুল মাল আবদুল মুহিত।

এ সময় অর্থমন্ত্রী বলেন, শিক্ষাখাত সম্প্রসারণে আমরা প্রাইমারি পর্যায়ে অনেকটা সফলও হয়েছি। সেকেন্ডারি এডুকেশনেও সেটা অনেক বেড়েছে। প্রত্যেকটিতে এনরোলমেন্টটা বেড়েছে। মানটা মোটেও বাড়েনি। শিক্ষার মানের দিকে নজরের দাবিটা এখন শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকেও আসছে। আমরা এ ব্যাপারে সচেতন।

বাংলাদেশ সময়: ১৫:১৪:৩৭   ৩২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ