নারীর জন্ম হতে এক পৃথিবী বয়স লাগে, আর পুরুষের জন্ম এখনও হয়নি -ফয়সাল মাহমুদ আব্দুল্লাহ

Home Page » ফিচার » নারীর জন্ম হতে এক পৃথিবী বয়স লাগে, আর পুরুষের জন্ম এখনও হয়নি -ফয়সাল মাহমুদ আব্দুল্লাহ
শনিবার, ১৩ মে ২০১৭



 Image result for নারী

এই তো সেদিন মানুষ হলো নারী
না !! হয়তো এখনো হয় নি
হয়তো নারী মানুষ হতে হতেই এই পৃথিবী ধ্বংস হবে
হয়তো নারীর জন্ম হতে এক পৃথিবী বয়স লাগে
নইলে পৃথিবী নামক গ্রহে এখনো কোনো নারী জন্মায় নি কেনো ?
ভাবতে অবাক লাগে যে নারী ভোটাধিকার পেয়েছে মাত্র কয়েক দিন। একশ বছর ও হয় নি। পশ্চিমা স্কেন্ডিনেভিয়ান বাদে আর কোন দেশে নারীরা এখনো মানুষ হয় নি।
নারীর পেটের ভিতর মানুষের সাময়িক আশ্রয় ।
নারী!!-ও! সে তো মানুষ তৈরি কারখানা
কারখানার কাঁচামালকে যেমন মাল বলা হয়
নারীও তেমন
স্রেফ মানুষের মতো দেখতে একখান “মাল”
বাংলাদেশের এমন কোনো রাস্তার মোড় নেই
যারা নারীকে এই “মাল” খেতাবটা দেয় নি
আর নারীরাও পা বেঁধে রাখা মুরগির মতো হয়ে গিয়েছে কিনা !
আপনি বাজার থেকে মুরগি কিনুন
তারপর তাঁকে কয়েকদিন রশি দিয়ে বেঁধে রাখুন প্রথম প্রথম পালাতে চাইবে
এরপর আপনি রশি কেটে দিন, দেখবেন ঐ মুরগি আর পালাতে চাচ্ছে না ।
আমাদের নারী সমাজ ও এখন এমন !
এখনো নারী ধর্ষিত হলে
অনেক নারীরাই পুরুষের মতো বলে উঠে
এমন উৎশৃঙ্খল হলে তো এমন হবেই !
নারী হয়ে বাহিরে যাবে কেনো ?
নারী হয়ে বাহিরে যেতে নেই
নারী হয়ে এটা করতে নেই!!
ওটা করতে নেই !!
আরেহ! হে মুরগির মতো বন্ধী নারী
বুঝতে শিখো তুমি যা ভাবছ তা শুধু আমাদের পুরুষতান্ত্রিকপৃথিবীর অতীত নিয়ম !
আর কিছুই নয় !
আমার জীবনে আমি খুব কম দেখেছি,কোন মেয়ে মানুষ কোনো ছেলে মানুষকে পছন্দ করার পর তা বলতে ! বলে না , কারন মেয়ে মানুষের বলতে নেই । মেয়ে মানুষকে অন্যরা বলবে -আমি তোমাকে পছন্দ করি ! আর নারীর পছন্দ নেই ? নারীর চোখ কে তুলে নিয়েছে ? যে পছন্দ থাকবে না ! এতে করে এই নারী সমাজ নিজ হাতেই পুরুষকে শিকারি বানিয়েছে ! পুরুষ এখন ভাবে ; পুরুষই শুধু পছন্দ করতে জানে !! পুরুষই নারীকে নিজের করে নিতে পারে ; পুরুষ চাইলেই নারীকে বন্ধী করতে পারে ! আর নারী পারে না !
পুরুষ প্রতিষ্ঠিত হয়ে নারীকে কিনে নিবে আর সারাজীবন পাখির মতো খাঁচায় বন্ধী করে রাখবে !
নারীকে তো দেখি না প্রতিষ্ঠিত হতে ! আর পুরুষকে পাখির মতো বন্ধী করতে ! পাখির মতো বন্ধী করতে হবে বলছি না !! বলতে চাইছি বাংলাদেশের অনেক নারীর শিক্ষার হার বাড়লেও তারা এখন পড়াশুনা করে শুধু একটি ভালো বিয়ের জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য খুব কম !! হয়তো বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা আর কেউ না(তবে আমার বিশ্ববিদ্যালয়ের অনেক নারী বন্ধুকেও দেখেছি বিয়েই তাঁদের লক্ষ্য বা ঝুলে পড়াই লক্ষ্য ) !! বাকিদের চিন্তা ঝুলে পড়বো !! কিন্তু কোথায় ঝুলে পরছে নিজেই জানে না ! (এই ঝুলে পড়া মানে একজন পুরুষকে বিয়ে করা শুধু পুরুষ নয় প্রতিষ্ঠিত পুরুষ । )
তাঁরা জানে না এর মাধ্যমে পুরুষতান্ত্রিকতাকে শাসন ভার তুলে দেয়া হচ্ছে ।
মুলত বলতে চাই (আমার অগ্রজ রোকেয়া সাখাওয়াত হোসেনের মতো) নারীর এই অবস্থার জন্য দায়ী নারীদের চুপ চাপ মনোভাব । এর জন্য পুরুষ অবশ্যই দায়ী কিন্তু তা আমাদের পূর্ব পুরুষদের কারনে !! কিন্তু এই নিয়ম ভাঙতে হবে । আর তোমরা না চাইলে তা কখনো ভাংবে না ! তোমার জন্য না হোক তোমার মেয়ের জন্য ভাঙো । তোমার মেয়ের জন্য না হলেও তাঁর মেয়ের জন্য অথবা একজন পুরুষ পিতার কন্যা সন্তানের জন্য হলেও এইসব ভাঙতে হবে !

এতক্ষন তো আমাদের নারীকে দায়ী করলাম ! এখন আসি পুরুষের দোষ ! আমার অনেক ছেলে বন্ধু আছে অনেক ভালো রান্না পারে ! কিন্তু বেশিরভাগেরই মনের ভাব এমন যে বিয়ের পর তাঁর স্ত্রীকে সে জানাবে সে রান্না করতে একদমই পারে না ! কারন !! কারন হলো যদি তাঁর বউ জানে সে রান্না করতে পারে তাহলে তাঁর বউ আর রান্না করবে না তাঁকেই সারাজীবন রান্না করতে হবে !!

হুম অনেক ক্ষেত্রে এটা সত্য ও হয়েছে ! অনেক নারীকে পুরুষরা যখন সম্মান জানিয়ে সত্য কথা বলে অনেকেই আকাশে উঠে যান ! আমি এমনও দেখেছি হাজবেন্ড সহজ সরল বুঝতে পেরে অনেক নারীই নিজেকে স্বৈরশাসক রুপে অধিষ্ঠিত করেন ! কিন্তু; আমার কথা হচ্ছে আর কতোদিন নারী-পুরুষ ইগোর যুদ্ধ চলবে ?

এই যে পুরুষ এই সকল ইগোর ভয়ে সত্য লুকায় এতে কার লাভ হয় ?
নারীর না পুরুষের ?
আসলে যেটা দেখলাম নারী বা পুরুষ যাই বলি মানুষের মধ্যে ইগোর যুদ্ধর কারনেই কেউ কাউকে সম্মান দেখাতে পারে না !
কেউ কাউকে শান্তি দিতে পারে না । একজন পুরুষ যখন নরম বা সহজ সরল থাকবে নারীর ও উচিত তাঁকে বুঝা ! উগ্র হয়ে যাওয়া নয় !

মুল কথা আমি নারী বুঝিনা পুরুষ বুঝিনা ! আমি চাই সবাই সবাইকে যেন সত্যটা বলতে পারে । ভালবাসতে পারে । অকপটে জীবন যাপন করতে পারে । ইগোর যুদ্ধে নারী - পুরুষ উভয়েরই মৃত্যু হয় । আমার মতে নারীর মতো এখনো পুরুষের ও জন্ম হয়নি । এখনো পুরুষ জন্ম নেয়নি ! সিংহের মতো গর্জন করলেই ; শক্তি প্রদর্শন করলেই কেউ জন্মে না ! কেউ মানুষ হয় না বা পুরুষ হয়ে যায় না ! পৃথিবীর সকল জন্মই সুন্দর ! হিংস্র নয় । একে অপরের প্রতি সম্মান আর সরলতাই হোক জীবন এছাড়া বাকি সব ধ্বংসই হবে ! নারী-পুরুষ কারোই উন্নতি হবে না !
বিঃদ্রঃ ইহা আমার চিন্তা ভাবনার ক্ষুদ্র অংশ ! অন্যদের সাথে মতামত নাইবা মিলতে পারে !!
১২/০৫/২০১৭

Image may contain: 1 person

❑ফয়সাল মাহমুদ আব্দুল্লাহ ©

বাংলাদেশ সময়: ২২:২৮:৩৯   ৯০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ফিচার’র আরও খবর


অ্যানেন্সেফ্লাই কী? - রুমা আক্তার
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
“ম্রো’ আদিবাসীর গো হত্যা’ অনুষ্ঠাণ ” - তানিয়া শারমিন
আলোকিত স্বপ্ন নিয়ে তৃতীয় বর্ষে রবিকর ফাউন্ডেশন
নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন রক্ষায় প্রয়োজন জেন্ডার সংবেদনশীল নীতির পর্যালোচনা
জিনগত ত্রুটির অপর নাম “ডাউন সিনড্রোম”- রুমা আক্তার
মোহাম্মদ শাহ আলমের জীবন ও কর্ম
ইসফাহান নেসফে জাহান
সিলেটে গ্রুপ ফেডারেশনের কর্মশালায় বির্তকিত মুরাদ- আয়োজকদের দুঃখ প্রকাশ
ডলারের দাম যেভাবে বাড়ছে, টাকার দাম কেন কমছে

আর্কাইভ