প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশনের (পিএটিএ) পুরষ্কার

Home Page » প্রথমপাতা » প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশনের (পিএটিএ) পুরষ্কার
শনিবার, ১৩ মে ২০১৭



 

  •  

 বঙ্গ-নিউজ: বাংলাদেশে ভ্রমণ ও পর্যটন খাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা জানানো হয়েছে, যেখানে বছরের সেরা সংবাদমাধ্যমের পুরস্কার উঠেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হাতে।

 

 প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশনের (পিএটিএ) বাংলাদেশ চ্যাপ্টারের উদ্যোগে ঢাকার রিজেন্সি হোটেলে শনিবার রাতে এই পুরস্কার দেওয়া হয়।

‘নিউজ মিডিয়া অফ দ্য ইয়ার’ ক্যাটাগরিতে বাংলাদেশের সবচেয়ে বড় সংবাদ প্রকাশক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর হাতে পুরস্কার তুলে দেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

‘পাটা নাইট ২০১৭’ শিরোনামের এই উৎসবে পিএটিএ’র চেয়ারম্যান অ্যান্ড্রু জোনসও উপস্থিত আছেন।

বাংলাদেশে পর্যটনের বিকাশে ভূমিকার জন্য পুরস্কারপ্রাপ্ত অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো হলো-পর্যটন শিক্ষায় ড. মজিব উদ্দিন আহমেদ, হোটেল শিল্পে লেকশোর হোটেলসের ব্যবস্থাপনা পরিচালক কাজী তারেক শামস ও গ্রুপ এক্সিকিউটিভ ডিরেক্টর আতিক রহমান, পর্যটন খাতের উন্নয়নে বাংলাদেশ মনিটরের প্রতিষ্ঠাতা সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, ট্যুর প্ল্যানার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুল হক, রন্ধন শিল্পে রত্নদ্বীপ রিসোর্টের মহাব্যবস্থাপক টনি খান, এয়ারলাইনে ইউএস-বাংলা এয়ারলাইন্স,ট্যুরস অ্যান্ড ট্রাভেলে বেঙ্গল ট্যুরস লিমিটেড ও জার্নি প্লাস এবং ডিজিটাইজেশন ও বিপণনে অ্যাসটিউট হর্স বিজনেস অ্যান্ড মার্কেটিং সলিউশনস লিমিটেড।

এছাড়া আজীবন সম্মননা দেওয়া হচ্ছে চারজনকে। তারা হলেন- বেঙ্গল এয়ারলিফট লিমিটেডের চেয়ারম্যান আব্দুল মান্নান, টাইগার ট্যুরসের সিইও আব্দুল মুঈদ চৌধুরী। দি ট্রাভেল ওয়ার্ল্ডের সম্পাদক শাহাবুদ্দিন আহমাদ ও বাংলাদেশ মনিটরের প্রধান সম্পাদক রাকীব সিদ্দিকী।

ব্যাংককভিত্তিক অলাভজনক সংগঠন প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা ১৯৫১ সালে। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভ্রমণ ও পর্যটনের বিকাশে এর ভূমিকা আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

৯৫টি রাষ্ট্রীয়, প্রাদেশিক ও নগর পর্যটন কর্তৃপক্ষ, ২৯টি আন্তর্জাতিক এয়ারলাইন, এয়ারপোর্ট ও ক্রুজ লাইন, ৬৩টি শিক্ষা প্রতিষ্ঠান এবং কয়েকশ ট্রাভেল ইন্ডাস্ট্রি কোম্পানি এর সঙ্গে সম্পৃক্ত।

বাংলাদেশ সময়: ২০:৩১:৩৭   ৪৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ