সামনে নিউজিল্যান্ড, সাকিবের কণ্ঠে হুমকির সুর

Home Page » ক্রিকেট » সামনে নিউজিল্যান্ড, সাকিবের কণ্ঠে হুমকির সুর
শনিবার, ১৩ মে ২০১৭



ত্রিদেশীয় সিরিজটা জয় দিয়ে শুরু করার প্রত্যয় ছিলো সাকিব আল হাসানদের। কিন্তু তা হয়নি। না, হারেনি বাংলাদেশ, বরং বাংলাদেশের প্রত্যয়ী স্বপ্নটা ভেসে গেছে বৃষ্টিতে। সিরিজে বাংলাদেশ পরের ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। এই ম্যাচ নিয়ে আশাবাদী সাকিব। তার কণ্ঠে শোনা গেছে প্রচ্ছন্ন হুমকির সুর।

shakib says bangladesh will play good against new zealand

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ সর্বশেষ খেলেছিলো গত ডিসেম্বর- জানুয়ারিতে। ওই সিরিজে কিউইদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। তবে এবার দেখা যাবে অন্য কিছু— সাকিব মনে করছেন তাই।

আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর তিনি বলেন, ‘আইপিএলের কারণে নিউজিল্যান্ডের দলে মূল ১০ খেলোয়াড় নেই। তারপরও বর্তমান নিউজিল্যান্ড আমাদের কঠিন পরীক্ষা নিবে। তাদের বিপক্ষে সর্বশেষ সিরিজে আমরা সুবিধা করতে পারিনি। কিন্তু এবার পরিবেশ আলাদা, সিরিজ নতুন। আমরা ভালো কিছুই করবো।’

এই সিরিজটি বাংলাদেশের জন্য ওয়ানডে দলের তালিকায় প্রথমবারের মতো ছয় নম্বরে যাওয়ার সুযোগ। সেটা করতে পারলে ২০১৯ সালের বিশ্বকাপের সেরা আট দলেও ঢুকে যাবেন সকিবরা। আইসিসির নিয়ম অনুসারে, আসছে সেপ্টেম্বরের ওয়ানডে দলের তালিকা হালনাগাদ হবে, সেই তালিকার সেরা আট দল পরবর্তী বিশ্বকাপে সরাসরি খেলবে।

১৭ মে, ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবেন সাকিব- মাশরাফিরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায়।

বাংলাদেশ সময়: ১৮:১৩:৩০   ৩৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ