ঝিকরগাছায় এক প্রবাসীর স্ত্রীর মৃতদেহ উদ্ধার

Home Page » প্রথমপাতা » ঝিকরগাছায় এক প্রবাসীর স্ত্রীর মৃতদেহ উদ্ধার
শনিবার, ১৩ মে ২০১৭



ঝিকরগাছায় প্রবাসীর স্ত্রীর মৃতদেহ উদ্ধার  বঙ্গ-নিউজ: গতকাল শুক্রবার যশোরের ঝিকরগাছার হাজিরবাগ ইউনিয়নের সোনাকুড় গ্রামে গৃহবধূর পিত্রালয় থেকে মনিরা খাতুন (২৭) নামে এক প্রবাসীর অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশ থেকে তার প্রেমিকের একটি মানিব্যাগ ও চিরকুট উদ্ধার করা হয়েছে। নিহত মনিরা খাতুন ওই গ্রামের প্রবাসী আবদুল মালেকের মেয়ে ও একই উপজেলার নওয়ালি গ্রামের হাসান আলীর স্ত্রী।স্থানীয়সূত্রে জানা যায়, এক সন্তানের জননী অন্তঃসত্ত্বা মনিরা খাতুন গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সোনাকুড় গ্রামে তার বাবার বাড়ি আসেন। রাতে বাবার বাড়িতে না থেকে পাশের চাচার বাড়িতে ঘুমুতে যান। এ সময় মনিরার চাচী রাশিদা বেগম, চাচাতো ভাই সাইফুল ও ফুফু জাহানারা বেগম সবাই ফ্রুট ড্রিংক রাসনা পান করেন। এরপর তারা অজ্ঞান হয়ে পড়েন।

মনিরার চাচাতো ভাই সাইফুল জানান, রাতে মনিরা তাদের ফ্রুট ড্রিংক রাসনা পান করতে দেন। রাসনা খাওয়ার পর তাদের আর কিছু মনে নেই। বর্তমানে তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় বাঁকড়া তদন্ত কেন্দ্রের ওসি শিকদার মতিয়ার রহমান জানান, সকালে প্রতিবেশীরা বাড়ির কারও সাড়াশব্দ না পেয়ে খবর নিতে গিয়ে দেখেন একটি কক্ষে তিনজন অচেতন হয়ে পড়ে আছেন। পাশের একটি কক্ষে গলায় ওড়না পেঁচানো এবং মুখে অসংখ্য আঁচরের চিহ্নসহ পড়ে আছে মনিরার মরদেহ।

তিনি জানান, মনিরার মরদেহের পাশে একটি মানিব্যাগ ও চিরকুট পাওয়া যায়। মানিব্যাগটি গ্রামের দক্ষিণ পাড়ার আবদুল লতিফের ছেলে শিমুল বিশ্বাসের। মায়ের উদ্দেশ্যে লেখা চিঠিতে মনিরা শিমুলের সঙ্গে তার সম্পর্ক থাকার কথা ও বাড়ি ছেড়ে তার সঙ্গে চলে যাওয়ার কথা লেখেন।

ওসি মতিয়ার জানান, মনিরার শরীর থেকে সব গয়না খুলে নেওয়া হয়েছে। ঘটনার পর থেকেই নিখোঁজ রয়েছেন মনিরার কথিত প্রেমিক শিমুল বিশ্বাস।

বাংলাদেশ সময়: ৮:১০:২৭   ৪৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ