প্রধানমন্ত্রীর কাছে আবু হেনা রনির ক্ষমা প্রার্থনা:

Home Page » প্রথমপাতা » প্রধানমন্ত্রীর কাছে আবু হেনা রনির ক্ষমা প্রার্থনা:
শনিবার, ১৩ মে ২০১৭



বঙ্গ-নিউজ: ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কৌতুক করার পর শেষ পর্যন্ত ক্ষমা চাইলেন জনপ্রিয় রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৬’ আয়োজনের চ্যাম্পিয়ন আবু হেনা রনি।

abu hena rony

গত ৬ মে কক্সবাজার সমুদ্র সৈকতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেড়ানো নিয়ে ফেসবুকে একটি কৌতুককর পোস্ট দেন তিনি। ওই পোস্টে তিনি লিখেন ‘তিনি পা ভেজালেন আর ইনি গা ভেজালেন’।

এর পরদিন তিনি তাঁর ভুল বুঝতে পেরে আগের পোস্টটি ডিলিট করে দিয়ে লিখেন ‘বৃষ্টির দিনে পছন্দের একটি কবিতার দুটি লাইন শুধু এক করেছিলাম। কিন্তু আপনারা সেটাকে অন্য কিছুর সাথে এক করে ফেললেন। এই বৃষ্টির দিনে কেউবা ইচ্ছা করে হাটু পানিতে ভিজছে কেউবা গোটা ম্যানহলে ডুবছে, বিষয়টা শুধুই এই। তবুও কেউ কষ্ট পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত।’

তারপরও আবু হেনা রনির এমন ফেসবুক পোস্টের পর তাঁর বিরুদ্ধে নাটোরের সিংড়া থানায় তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা করেন ওই উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান। এ ব্যাপারে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান।

এ ব্যাপারে আবু হেনা রনিকে জিজ্ঞাসা করা হলে একটি অনলাইন সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমি দেশের জন্য কত বড় সম্মান বয়ে এনেছি। ভারতের এত বড় একটা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছি। আমরা তো নানা কিছু নিয়ে জোকস বলি, স্ট্যাটাস দেই। কিন্তু তা নিয়ে যে এত বড় ঘটনা ঘটতে পারে, তা একবারও ভাবিনি। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কষ্ট দেওয়ার জন্য কিংবা তাকে ছোট করার জন্য মোটেও এই কাজ করিনি। আমি তার কাছে ক্ষমা প্রার্থী। তিনিও একজন মা, আশা করি এই সন্তানকে তিনি ক্ষমা করবেন।’

বাংলাদেশ সময়: ৭:৪৫:২৩   ৬৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ