পদ্মা সেতুর অগ্রগতি ৪৩ শতাংশ-ওবায়দুল কাদের

Home Page » জাতীয় » পদ্মা সেতুর অগ্রগতি ৪৩ শতাংশ-ওবায়দুল কাদের
শুক্রবার, ১২ মে ২০১৭



 Image result for পদ্মা সেতুর নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি ৪৩ শতাংশ বলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন।

 

 

 

 

 

 

 মাওয়ার দোগাছি এলাকায় শুক্রবার সাংবাদিকদের তিনি একথা বলেন।

পদ্মা সেতুর পিলারে (পিআর) সুপার স্ট্রাকচার স্থাপনের কাজ আগামী জুন থেকে শুরু হবে জানিয়ে মন্ত্রী বলেন, এই সেতু জাতীয় অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখবে।

“জিডিপি এক শতাংশেরও বেশি বেড়ে যাবে।”

পদ্মা সেতু ২০১৮ সালের ডিসেম্বরে চালু করার লক্ষ্য নিয়ে কাজ এগুচ্ছে বলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান।

পদ্মা নদীর গভীরতা, মাটির প্রকৃতিসহ বিভিন্ন কারণে ২/৩ মাসের টানাপোড়েন শেষে মূল কাজ সুপার স্ট্রাকচার-স্প্যান স্থাপন এগিয়ে যাচ্ছে বলে জানান মন্ত্রী।

“৪২টি পিলারে ৪১টি স্প্যানের মধ্যে ২০টি ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। এ ২০টি স্প্যান পিলারের উপর স্থাপন করতে করতে বাকি ২১টি স্প্যানও তৈরি হয়ে যাবে। স্প্যান স্থাপন শুরু হলে সময় বেশি লাগবে না। ১৫ দিন পরপরই একটার পর একটা স্প্যান বসতে থাকবে।”

কাদের জানান, পদ্মা সেতুর পাইল স্থাপনে বিশ্বের সবচেয়ে বেশি তিন হাজার কিলো জুল ক্ষমতার হ্যামার চলতি মাসেই মাওয়ায় এসে পৌঁছবে। এটি বর্তমানে শ্রীলংঙ্কা থেকে সমুদ্র পথ ধরে বাংলাদেশের পথে রয়েছে বলে জানান তিনি।

এই হ্যামার বহরে যুক্ত হলে এখানে উচ্চ ক্ষমতার চারটি হ্যামার কাজ করবে। ইতিমধ্যে ২৪ শ কিলোজুল, দুই হাজার কিলোজুল ও এক হাজার কিলোজুল ক্ষমতার হ্যামার কাজ করছে বলে তিনি জানান।

সেতুর সার্ভিস এরিয়া-১ সভাকক্ষে এ সময় মূল সেতুর ঠিকাদারী প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজের র‌্যান শাওলিন, জাওশিয়ান, শিয়ে কুয়েশিং, নদী শাসন কাজের ঠিকাদারী প্রতিষ্ঠানের চীনের সিনো হাইড্রো কোম্পানির মি. লুক, মি. লি ক্যাভেনসহ অন্যনা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:৪২:০০   ৫১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ