অন্যের মেধাস্বত্ব চুরি করা নৈতিক অপরাধ- ওবায়দুল কাদের

Home Page » জাতীয় » অন্যের মেধাস্বত্ব চুরি করা নৈতিক অপরাধ- ওবায়দুল কাদের
বৃহস্পতিবার, ১১ মে ২০১৭



 বঙ্গ-নিউজ: ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘অন্যের মেধাস্বত্ব চুরি করা নৈতিক অপরাধ। একটি রাজনৈতিক দল কতোটা দেউলিয়া হলে অন্য দলের আইডিয়া নির্লজ্জভাবে চুরি করতে পারে এটার প্রমাণ বিএনপি।’

obaydul kader the minister

১০ মে আজ বুধবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে বিএনপি ভিশন-২০৩০ তুলে ধরার পর আজ সন্ধ্যায় ধানমন্ডিতে অবস্থিত আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপি পক্ষে নকল করা সম্ভব কিন্তু উদ্ভাবন করতে পারে না।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’ মূলত মেধাহীন, অন্ত:সারশূন্য। এটি একটি জনবিচ্ছিন্ন রাজনৈতিক দলের প্রলাপ ছাড়া আর কিছু নয়।’

তিনি বলেন, ‘বিএনপির এই ভিশন-২০৩০ একটি ফাঁকা প্রতিশ্রুতির ফাঁপানো রঙিন বেলুন। প্রতিশ্রুতির এই ফাঁপা বেলুন অচিরেই চুপসে যাবে। ভিশনের নামে এটি জাতির সঙ্গে তামাশা ও প্রতারণা। এদের ভিশন হচ্ছে আরেকটি হাওয়া ভবন বানিয়ে লুটপাট করা। এদের ভিশন হচ্ছে এতিমের টাকা মেরে খাওয়ার মিশন।’

বেগম জিয়াকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নেত্রী সংসদকে কার্যকর করবেন বলেছেন। কিন্তু তিনি বিরোধীদলীয় নেতা থাকা অবস্থায় মাত্র ১০ দিন সংসদে গিয়েছিলেন। তিনি কীভাবে সংসদ কার্যকর করতে চান।’

ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়ার ভিশন-২০৩০ এ যুদ্ধাপরাধীদের বিচার নেই। তিনি এড়িয়ে গেছেন। এখনো তিনি স্বাধীনতাবিরোধীদের পক্ষে অবস্থান করছেন এবং থাকবেন। বিএনপির ভিশন যুদ্ধাপরাধীদের রক্ষার ভিশন, দেশ বিক্রির ভিশন। দেশবাসীর কাছে এর কোন মূল্য নেই।’

বাংলাদেশ সময়: ৮:০৬:৩৩   ৩২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ