মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন করবে বিএনপি :খালেদা জিয়া

Home Page » জাতীয় » মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন করবে বিএনপি :খালেদা জিয়া
বুধবার, ১০ মে ২০১৭



বঙ্গ-নিউজ: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে দেশের মুক্তিযোদ্ধাদের ‘রাষ্ট্রের সম্মানিত নাগরিক’ হিসেবে ঘোষণা করবে। মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন করা হবে।’

khaleda zia in vision 2030

১০ মে আজ বুধবার বিকালে রাজধানীর গুলশানস্থ ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সাবেক এই প্রধানমন্ত্রী। বক্তব্যে বেগম জিয়া নতুন ধারার, নতুন প্রজন্মের রাজনীতি ও সরকার প্রতিষ্ঠ‍া করতে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি বেগম জিয়া ‘ভিশন-২০৩০’ ন‍ামে একটি বিশেষ পরিকল্পনাও তুলে ধরেন।

বিএনপি প্রধান বলেন, ‘মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নের নামে নানা ধরনের দুর্নীতির অবসান ঘটানো হবে। একটি স্বচ্ছ প্রক্রিয়ায় দেশের প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা দেশ ও জাতির সামনে তুলে ধরা হবে।’

বিএনপি প্রধান খালেদা জিয়া ‘ভিশন-২০৩০’ বাস্তবায়নে ৩৭ দফা প্রস্তাবনা তুলে ধরেন। বেগম জিয়া বলেন, ‘বাংলাদেশের জনগণ নয়মাস ব্যাপী মুক্তিযুদ্ধের মাধ্যমে যে রাষ্ট্রের জন্ম দিয়েছিল। সেই রাষ্ট্রের মালিকানা আজ আমাদের তথা জনগণের হাতে নেই। দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিতে চায় বিএনপি।’

সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর ঘোষণা দিয়ে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে দ্রব্যমূল্যের সঙ্গে সঙ্গতি রেখে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতাদি ও অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানো হবে।’

খালেদা জিয়া বলেন, ‘দেশে দক্ষ স্বচ্ছ গতিশীল মেধাবী জবাবদিহিমূলক যুগোপযোগী ও জনমুখী জনপ্রশাসন গড়ে তোলা হবে। মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা হবে। চাকরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তান, নারী ও প্রান্তিক জাতি-গোষ্ঠীর কোটা ছাড়া অন্যান্য কোটা পদ্ধতি বাতিল করা হবে। দেশে ই-গভর্ন্যান্স পূর্ণাঙ্গরুপে চালু করা হবে।’

সাড়ে চারটায় শুরু হওয়া এই বক্তব্যে খালেদা প্রতিশ্রুতি দেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রশাসন, বিচার বিভাগ, পুলিশসহ সর্বক্ষেত্রে সংস্কার এনে স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে। পাশাপাশি জাতীয় ঐকমত্য সৃষ্টি করে জঙ্গিবাদের মূলোৎপাটন, দারিদ্র্য বিমোচন, যুবকদের কর্মসংস্থানের অঙ্গীকার করেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থসহ ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা।

বাংলাদেশ সময়: ২১:০০:৪০   ৩৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ