সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণ: কৌশল খুঁজতে কমিটি

Home Page » অর্থ ও বানিজ্য » সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণ: কৌশল খুঁজতে কমিটি
মঙ্গলবার, ৯ মে ২০১৭



 

বঙ্গ-নিউজ: মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকে (সমন্বয় ও সংস্কার) আহ্বায়ক করে মঙ্গলবার নয় সদস্যের এই কমিটি গঠন করে আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

 

কমিটিতে প্রধানমন্ত্রীর কার্যালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, পরিকল্পনা বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, পরিসংখ্যান বিভাগ, বাংলাদেশ ব্যাংক এবং হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের প্রতিনিধিকে সদস্য হিসেবে রাখা হয়েছে। অর্থ বিভাগের প্রতিনিধি এই কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

কার্যপরিধি

# কমিটি সরকারি কর্মচারীদের বেতন-ভাতাদি তাদের জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ রাখার এবং মুদ্রাস্ফীতির সাথে সমন্বয়করণের উপায় নির্ধারণের লক্ষ্যে সার্বিক বিষয় বিচার-বিশ্লেষণপূর্বক একটি সুচিন্তিত সুপারিশমালা প্রণয়ন করবে।

# কমিটি আগামী ৯০ দিনের মধ্যে সুপারিশ সংবলিত প্রতিবেদন সরকারের কাছে পেশ করবে।

# অর্থ বিভাগ এই কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।

সর্বোচ্চ ৭৮ হাজার এবং সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা মূল ধরে ২০১৫ সালের ৭ সেপ্টেম্বর সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কাঠামো অনুমোদন দেয় মন্ত্রিসভা, যাতে বেতন বেড়েছে গ্রেড ভেদে ৯১ থেকে ১০১ শতাংশ।

২০১৫ সালের ১৫ ডিসেম্বর অষ্টম বেতন কাঠামোর গেজেট প্রকাশ করে সরকার।

২০১৬ সালের জুলাই থেকে এই বেতন কাঠামো অনুযায়ী মূল বেতনের সঙ্গে সব ধরনের ভাতা কার্যকর হয়। এ বছরের জুলাইয়ে সরকারি চাকরিজীবীদের বেতনের সঙ্গে ৫ শতাংশ হারে ইনক্রিমেন্ট স্বয়ংক্রিয়ভাবে যোগ হওয়ার কথা থাকলেও মূল্যস্ফীতি পর্যালোচনা না হওয়ায় সেই প্রক্রিয়া বাস্তবায়নের দিকে এগোয়নি সরকার।

বাণিজ্যমন্ত্রী, জনপ্রশাসনমন্ত্রী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী, অর্থ প্রতিমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ বেশ কয়েকজন সচিবের সঙ্গে বৈঠক করে অর্থমন্ত্রী গত ১২ মার্চ সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা নির্ধারণের কৌশল খুঁজতে একটি কমিটি গঠনের কথা জানিয়েছিলেন।

ওইদিন মুহিত বলেন, “আমাদের বর্তমানে যে সিস্টেম সেখানে ইনক্রিমেন্ট হয় ৫ শতাংশ হারে, আলোচনা হয়েছে কিন্তু সিদ্ধান্ত হয়নি। যদি ইনফ্লেশন ৪ শতাংশ হয় তার মানে কি বেতন বাড়বে না? যখন ৬ শতাংশ হবে তখন কি বেতন বৃদ্ধির বিষয়টি দেখতে হবে?”

মূল্যস্ফীতি ৫ শতাংশের বেশি হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ইনক্রিমেন্ট দেওয়ার বিষয়টি বিবেচিত হবে জানিয়ে ওই দিন অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, মূল্যস্ফীতি ৫ শতাংশের নিচে অবস্থান করলে কোনো ইনক্রিমেন্ট দেওয়া হবে না। কাজেই প্রতি বছর বেতন বাড়বে, সে ধারণা সঠিক নয়

বাংলাদেশ সময়: ১৯:৩০:৫৮   ৪২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ