গণস্বাস্থ্য নগর হাসপাতালে মাত্র ১১০০ টাকায় কিডনি ডায়ালাইসিস,

Home Page » জাতীয় » গণস্বাস্থ্য নগর হাসপাতালে মাত্র ১১০০ টাকায় কিডনি ডায়ালাইসিস,
মঙ্গলবার, ৯ মে ২০১৭



বঙ্গ-নিউজ: রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে কিডনি রোগীদের মাত্র ১১০০ টাকায় ডায়ালাইসিসের ব্যবস্থা করা হচ্ছে। প্রতিদিন ৫০০ রোগীকে ডায়ালাইসিস সেবা দেওয়ার লক্ষে ইতোমধ্যেই ১০০ শয্যার ডায়ালাইসিস কেন্দ্র গড়ে তোলা হয়েছে হাসপাতালটিতে।

gonoshastho nagar hospital

ধানমন্ডি এলাকায় অবস্থিত গনস্বাস্থ্য নগর হাসপাতালের চতুর্থ ও পঞ্চম তলা ‘গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টার’ হিসেবে প্রস্তুত করা হয়েছে। ডায়ালাইসিস সেবা ছাড়াও রোগীদের নিবিড় পরিচর্যার জন্য রয়েছে পৃথক শয্যা। হেপাটাইটিস বি ও সি আক্রান্ত রোগীদের থেকে সংক্রমণ এড়াতে তাদের জন্যও পৃথক শয্যার ব্যবস্থা করা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আগামী শনিবার থেকে এই কেন্দ্রে চিকিৎসা সেবা দেয়া শুরু হবে। এখন শেষ সময়ের প্রস্তুুতি চলছে। সেবা গ্রহণের জন্য রোগীরা নিবন্ধন শুরু করেছেন।

ডায়ালাইসিস কেন্দ্রের সমন্বয়কারী মুহিব উল্লাহ খোন্দকার বলেন, ‘একজন রোগীর ডায়ালাইসিস করতে চার ঘন্টা সময় লাগে। সে হিসাবে একটি যন্ত্র দিয়ে দিনে পাঁচজন রোগীকে ডায়ালাইসিস করানো হবে। এই কেন্দ্র প্রতিদিন প্রায় এক লাখ লিটার বিশুদ্ধ পানি লাগবে। বিশুদ্ধ পানির জন্য বিদেশ থেকে আধুনিক যন্ত্রপাতি আনা হয়েছে।’

গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘কিডনির অসুখের চিকিৎসা থাকলেও অনেক ব্যয়বহুল হওয়ায় সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে। তাই কম মূল্যে কিডনির সেবা দেওয়ার জন্যই এই হাসপাতালে দেশের সবচেয়ে বড় ডায়ালাইসিস কেন্দ্র স্থাপন করা হয়েছে।’

তিনি জানান, সম্পূর্ণ দেশের অর্থেই এই কেন্দ্র স্থাপন করা হয়েছে। আটজন ব্যবসায়ী বড় অংকের টাকা অনুদান দিয়েছেন। ব্রাক দিয়েছে ১০ কোটি টাকা। এছাড়া অনেকে এক লাখ, ৫০ হাজার টাকার সহায়তাও দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯:০৭:৫৬   ৪৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ