জাপান রোহিঙ্গাদের উন্নয়নে ২০ লাখ ডলার দেবে

Home Page » অর্থ ও বানিজ্য » জাপান রোহিঙ্গাদের উন্নয়নে ২০ লাখ ডলার দেবে
মঙ্গলবার, ৯ মে ২০১৭



বঙ্গ-নিউজ: মিয়ানমারের সরকারি নিরাপত্তা বাহিনীর অত্যাচারে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২০ লাখ ডলারের জরুরি সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে জাপান। সরকার ও জাতিসংঘের চলমান মানবিক সহায়তা কার্যক্রম জোরদারে এই অর্থ দেয়া হবে।

Rohingya camp

সোমবার এক যৌথ বিবৃতিতে জাপান দূতাবাস জানায়, বাংলাদেশের কক্সবাজারে বিভিন্ন রোহিঙ্গা শিবিরে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের আশ্রয়, খাদ্য ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জাপান সরকার ২০ লাখ ডলারের জরুরি সহায়তা প্রদান করবে।

এই অর্থ আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম), জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) ও জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) -এর পরিচালনায় রোহিঙ্গাদের জন্য ব্যয় হবে। এর মধ্যে আইওএম ১০ লাখ ডলার, ইউএনএইচসিআর ৫ লাখ ডলার ও ইউনিসেফ ৫ লাখ ডলারের সহায়তা কার্যক্রম পরিচালনা করবে।

জাপান দূতাবাসের বিবৃতিতে বলা হয়, কক্সবাজারে বিভিন্ন রোহিঙ্গা শিবিরে আশ্রয় নেয়া ৭৪ হাজার রোহিঙ্গাদের প্রায় ৩ দশমিক ৩ শতাংশ অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্ক। তাদেরকে স্বাভাবিক জীবন ফেরাতে এবং তাদের সামাজিক অবস্থার উন্নয়নে ইউনিসেফ কাজ করে যাবে। এছাড়া ইউএনএইচসিআরের আওতায় কুতুপালং ও নয়াড়ায় নিবন্ধিত শরণার্থী শিবিরে আগামী বর্ষা মৌসুমে টিকে থাকার ব্যাপারে সহায়তা প্রদান করা হবে।

আর আইওএম নতুন-পুরাতন মিলিয়ে ১ লাখ ৩০ হাজারেরও বেশি রোহিঙ্গার জরুরি প্রয়োজন নিশ্চিতে কাজ করে যাবে

বাংলাদেশ সময়: ৯:১৪:৩৬   ৪৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ