“আবারো আসিফ আকবর ও মুন্নির নতুন চমক আসছে”

Home Page » বিনোদন » “আবারো আসিফ আকবর ও মুন্নির নতুন চমক আসছে”
সোমবার, ৮ মে ২০১৭



যুবরাজ আসিফ আকবর ও মুন্নিওমর সানিঃ-বঙ্গ-নিউজঃ- বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। যিনি কোটি কোটি স্রোতাদের চোখের মনি।উনার পাগল ভক্তরা উনার নতুন কোন গানের খবর পেলেই খুশিতে আত্মহারা হয়ে যান।স্রোতাদেরকে খুশি রাখতেই যুবরাজ আসিফ আকবর নিয়মিত গেয়েই যাচ্ছেন নিজ গতিতে,,যদিও তিনি শারীরিক ভাবে অনেক অসুস্থ,,, দিনাত জাহান মুন্নির সাথে করা অ্যালবাম এর গানগুলো এখনো স্রোতা হৃদয়ে গেঁথে আছে,,আবারো নতুন চমকের জানান দিলেন যুবরাজ আসিফ আকবর,,,,তিনি তার ফেসবুক পেজ ও আইডিতে যা শেয়ার করলেন তা তুলে ধরা হলোঃ——-যুবরাজ আসিফ আকবর বলেন,, রাতবিরেতে ঘুরে বেড়ানো ছিলো আমার নেশা । দিনের হট্টগোল ভালো

লাগেনি কখনো। প্রথম গাড়ীটা কেনার পর আরো বেশী উপভোগ করেছি রাতের ঢাকার নিস্তব্ধতা কে । একাই ঘুরে বেড়াতাম আর গান শুনতাম । ২০০৩ সালের দিকে একদিন গভীর রাতে দিনাত জাহান মুন্নী’র (ভাবী) একটা গান শুনেই কবির বকুল ভাইকে ফোন দিলাম, বললাম ভাবীর সাথে এ্যালবাম করবো। মুন্নী ভাবী ইন্ডাষ্ট্রীতে একেবারেই নতুন, গান বাজনা তার কাছে ছিলো শুধুই সাধনা, গৃহিণীপনাই মূল পেশা।

সুরকার মনোয়ার হোসেন টুটুল ভাইকে বললাম একটা ডুয়েট এ্যালবাম তৈরী করতে । তিনি বারবার কো-আর্টিষ্টের নাম জানতে চাইতেন, আমি কখনো বলিনি। মাত্র মুম্বাই থেকে কবিতা কৃষ্ণমূর্তি জী’র সাথে গেয়ে আসলাম । এরপর মুন্নী ভাবীর নাম এ্যালবামে প্রস্তাব করলে কোম্পানীও মানতো না । আমার দরকার জুটি, মুন্নী ভাবীই ছিলেন আমার পছন্দ । তখন বাজারে রথী মহারথীর ভীড়ে আমরা ছিলাম নিতান্তই আগন্তুক । পরের ইতিহাস শুধুই সফলতার, আমরা একসঙ্গে প্রচূর জনপ্রিয় গান গেয়েছি ।

ইদানীং আমার শরীরটা খুবই বাজে রকমের খারাপ যাচ্ছে । কাজ ছাড়া বসে থাকার লোকও আমি না। প্রতিদিনই নিত্য নতুন গানের মহড়া চলছে । দি তরুন মুন্সীর কথা সুরে একটা সুন্দর ডুয়েট গান তৈরী হলো । মুন্নী ভাবীকে বললাম এসে গানের স্কেলটা মিলিয়ে নিতে। তিনি আসলেন গতকাল এবং রাজী হলেন গানটা গাইতে । আসিফ – মুন্নী জুটির গ্রহন যোগ্যতা আসিফ ফ্যানদের কাছে যথেষ্ট পরিমান রয়েছে বলেই আমার বিশ্বাস। মুন্নী ভাবীকে বললাম- আমরা জুটিবদ্ধ হয়ে আবারো গাইবো অনেক গান, তবে প্লীজ ভিউ এর চিন্তা করবেন না, সুন্দর একটা হাসি দিলেন বরাবরের মত । আমাদের গান হবে মানুষের শোনার জন্য দীর্ঘমেয়াদী বিনোদন । আমি আমার পার্টনারকে ফেরত পেয়ে খুশী। শুভকামনা মুন্নী ভাবী ।

“তার দুটি চোখে কত স্বপ্ন আঁকা, সে স্বপনে আমি ভেসে যাই …

বাংলাদেশ সময়: ১৮:৪৭:৫০   ১৩০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ