টালিগঞ্জে সবচেয়ে দামি গাড়ির মালিক টলিউড নায়ক সোহম

Home Page » বিনোদন » টালিগঞ্জে সবচেয়ে দামি গাড়ির মালিক টলিউড নায়ক সোহম
সোমবার, ৮ মে ২০১৭



img_20170508_141926.jpgওমর সানিঃ -বঙ্গ-নিউজঃ-  সোহমের গ্যারেজে নতুন গাড়ি । রেঞ্জ রোভার স্পোর্ট । টালিগঞ্জের ইতিহাসে সবচেয়ে দামি গাড়ি এটা । আর তার মালিক সোহম ।

 

কিছুদিন আগেও তো তার বাহন ছিল মার্সিডিজ এসইউভি?  মুচকি হেসে অভিনেতা বললেন, ‘মার্সিডিজের বদলেই এটা কিনেছি । ‘ টালিউডের অভিনেতাদের গাড়ির দামের হিসাব কষলে দেখা যাচ্ছে, সবচেয়ে দামি গাড়িটি সোহমের গ্যারেজেই পার্ক করা রয়েছে !

কী বলবেন তিনি ? উত্তর এলো, ‘ইন্ডাস্ট্রিতে যখন স্ট্রাগল করছি, গাড়ির নেশা তখন থেকেই । মার্সিডিজে চড়ার সময়ও স্বপ্ন দেখতাম, একটা ল্যান্ড রোভার কিনব । সেটা শেষ অবধি হয়েই গেল ! গাড়িটা কেনার পর সোজা মা কালীর মন্দিরে গিয়েছিলাম । তারপর বাড়ি ফিরেছি । ‘নতুন গাড়ি নিয়ে কোথাও লং ড্রাইভে গিয়েছেন ? ‘আমার আপনজন’ এর প্রচারে আপাতত খুব ব্যস্ত । তাই নতুন গাড়ি নিয়ে সেভাবে কোথাও যাওয়া হয়নি । ওই এদিক-ওদিক করেছি আর কী,’ বললেন সোহম ।

এ মুহূর্তে সোহমের গ্যারেজ স্ট্যাটাস ?
সোহমঃ রেঞ্জ রোভারটা আমার কেনা চার নম্বর গাড়ি । এ মুহূর্তে গ্যারেজে রয়েছে শেভ্রলে বিট, শেভ্রলে অ্যাভিও, মহিন্দ্রা এক্সইউভি ৫০০ এবং রেঞ্জ রোভার স্পোর্ট ।

আপনার তো এসইউভির প্রতি বাড়তি আগ্রহ ?

সোহমঃ  একদম ! সেডান গাড়ি চড়লে আমার কেন যেন মনে হয়, রাস্তা দিয়ে শুয়ে শুয়ে যাচ্ছি । এসইউভিতে সেটা একেবারেই মনে হয় না ।

আপনি নাকি সময় পেলেই লং ড্রাইভে বেরিয়ে পড়েন ?

সোহমঃ  হ্যাঁ । নিজেই ড্রাইভ করে শিলিগুড়ি গিয়েছি । এক্সইউভি ৫০০ টা নিয়ে উত্তরবঙ্গের পাহাড়-জঙ্গল চষে ফেলেছি । মন্দারমণি, পুরুলিয়াও গিয়েছি গাড়ি চালিয়ে ।

সর্বোচ্চ কত স্পিডে গাড়ি চালিয়েছেন ?

সোহমঃ (একটু ভেবে) দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে চালিয়েছিলাম ১৬০ কিলোমিটার স্পিডে ।

মত্ত অবস্থায় শহরে গাড়ি দুর্ঘটনা নিয়ে জোর চর্চা । কী বলবেন ?

সোহমঃ প্রথমেই একটা কথা বলতে চাই । আমি যেন যন্ত্রকে নিয়ন্ত্রণ করতে পারি । যন্ত্র আমাকে নিয়ন্ত্রণ করছে- এমন অবস্থা যেন না হয় । র‌্যাশ ড্রাইভ করে দুর্ঘটনায় পড়লাম, গুরুতর আহত হয়ে পৃথিবী ছেড়ে চলে গেলাম, তখন আমার পরিবার আর কাছের মানুষগুলোর কী হবে ? তাদের এই চরম কষ্ট দেওয়ার অধিকার আমার নেই । ড্রাইভিং সিটে বসেই যদি নিজেকে হিরো ভাবতে শুরু করি, তাহলে তো মুশকিল বস- এটা সাধারণ মানুষ থেকে তারকা সকলকেই বুঝতে হবে ।

বাংলাদেশ সময়: ১৪:২৫:২৭   ৩৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ