কমছে না জ্বালানি তেলের দাম

Home Page » অর্থ ও বানিজ্য » কমছে না জ্বালানি তেলের দাম
সোমবার, ৮ মে ২০১৭



nosrul hamid bipuবঙ্গ-নিউজঃ এখনই জ্বালানি তেলের দাম কমছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। ৭ মে রোববার জাতীয় সংসদ অধিবেশনে সাংসদ রুস্তম আলী ফরাজীর এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, ‘জ্বালানি তেলের দাম যদি এখনই কমানো হয় তাহলে ঋণ করে জ্বালানি তেল আমদানি করতে হবে। পাশাপাশি বিশ্ব বাজারে বিগত এক বছর ধরে তেলের দাম ঊর্ধ্বমুখী। এ অবস্থায় যদি তেলের দাম কমানো হয় তাহলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) আবারও লোকসানের মুখ দেখবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘জ্বালানি তেলের যে দাম কমানো হয় এই মূল্যহ্রাসের সুফল সাধারণ জনগণ সরাসরি উপভোগ করতে পারেন না। তবে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিপিসি কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প হাতে নিয়েছে।’

নসরুল হামিদ বিপু বলেন, ‘জ্বালানি তেলের দাম যদি কমানো হয় তবে একদিকে বিপিসির সক্ষমতা অর্জনে সমস্যা হবে অন্যদিকে উন্নয়নমূলক প্রকল্পগুলো বাধাগ্রস্ত হবে। সবকিছু বিবেচনা করে জ্বালানি তেলের দাম কমানো হবে না।’

রামপাল বিদ্যুৎ প্রকল্প প্রসঙ্গে নসরুল হামিদ বলেন, ‘রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করলে সুন্দরবনের ক্ষতির আশঙ্কা নেই। যারা রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে তারাই পদ্মা সেতু নির্মাণের বিষয়ে ষড়যন্ত্র করেছিল। রামপাল বিদ্যুৎ প্রকল্প নিয়ে এরাই বিভ্রান্তি ছড়াচ্ছে।’

বাংলাদেশ সময়: ৯:৩৭:০২   ৩৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ