চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে মানববন্ধন

Home Page » অর্থ ও বানিজ্য » চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে মানববন্ধন
শনিবার, ৬ মে ২০১৭



সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে মানববন্ধনবঙ্গ-নিউজ:  গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ৩৮তম বিসিএস সার্কুলারের আগে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবি জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। এ সময় তারা ১০ম জাতীয় সংসদের চলতি অধিবেশনে বিষয়টি বাস্তবায়নের দাবি জানান।

মানববন্ধনে পরিষদের সাধারণ সম্পাদক সবুজ ভুঁইয়া বলেন, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করা প্রয়োজন। উন্নত বিশ্বে কোথাও চাকরিতে প্রবেশের বয়স ৩০ নেই। উদাহরণ হিসেবে বলা যায়, ভারতে ৩৯, শ্রীলংকায় ৪৫, মালয়েশিয়ায় ৩৫, ইন্দোনেশিয়ায় ৪৫, ফ্রান্সে ৪০, যুক্তরাষ্ট্রে ৫৯, কানাডায় ৫৯।

বাংলাদেশে শিক্ষা ব্যবস্থায় বেশির ভাগ সময় ডিগ্রি অর্জনের পর চাকরির পড়াশোনার প্রস্তুতি নিতে নিতে বয়স শেষ হয়ে যায়। তার ফলে দেশে বেকার সমস্যা বৃদ্ধি পাচ্ছে। আমরা এ থেকে উত্তরণ চাই।

সাংগঠনিক সম্পাদক নিত্যানন্দ সরকার বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি ২১তম বৈঠকে ৩২ বছর করার সুপারিশ জানান। নবম জাতীয় সংসদে ১৪তম অধিবেশনে ৩৫ বছরের প্রস্তাবটি প্রথম প্রস্তাব হিসেবে গৃহীত হয়।

সেই সঙ্গে ‌’বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ’ এ দাবি বাস্তবায়নের জন্য পাঁচ বছর ধরে অকাট্য যুক্তি তুলে ধরে অহিংস পদ্ধতিতে আন্দোলন করে আসছে। তাই আমরা ৩৮তম বিসিএস সার্কুলারের আগেই এর বাস্তবায়ন চাই।

আরেক সাংগঠনিক সম্পাদক শিব্বির আহমেদ বলেন, আমাদের গড় আয়ু যখন ৪৫ ছিল, তখন চাকরিতে প্রবেশের ছিল ২৭। গড় আয়ু যখন ৫০ ছাড়ালো তখন প্রবেশের বয়স হল ৩০। বর্তমানে গড় আয়ু ৭১.৬ মাস। তাহলে চাকরিতে প্রবেশের বয়স কত হওয়া উচিত?

সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল আমিন রাজু বলেন, দীর্ঘ দিন ধরে আমরা চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবি জানিয়ে আসছি। অনেক সময় দিয়েছি আর নয়। চলতি সংসদ অধিবেশেনে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার ইতিবাচক ভুমিকা না আসলে আমরা আমাদের ন্যায্য অধিকার আদায়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। মানববন্ধনে চাকরি প্রত্যাশি ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন

বাংলাদেশ সময়: ৭:৩৫:২১   ৩৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ