৯৩ শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাস করেনি

Home Page » জাতীয় » ৯৩ শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাস করেনি
শনিবার, ৬ মে ২০১৭



বঙ্গ-নিউজ: ২০১৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল  বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় সারাদেশের ৯৩টি শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাস করতে পারেনি। গতবারের চেয়ে এবারের সংখ্যাটি অনেক বেশি। গতবার এই সংখ্যাটি ছিলো ৫৩।

nurul islam nahid on press brifeing

বৃহস্পতিবার সকাল ১০টায় ফল প্রকাশের আনুষ্ঠানিকতার প্রথম অংশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এবার গড় পাশের হার ৮০.৩। জিপিএ-৫ পেয়েছে লক্ষাধিক শিক্ষার্থী।

সে সময় শিক্ষামন্ত্রী জানান যে, এ বছর শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ২ হাজার ২৬৬টি। গত বছর এই সংখ্যা ছিল ৪ হাজার ৭৩৪টি। এ বছর শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ২ হাজার ৪৬৮টি।

এছাড়া এ বছর মোট ২৮ হাজার ৩৫৯ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিলো। গত বছরের তুলনায় ২৫২টি প্রতিষ্ঠান এবার বেশি অংশ নিয়েছে।

শিক্ষামন্ত্রী জানান, এবার উত্তরপত্র দেখে নম্বর দেয়ার একটা সুনির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করা হয়েছে। এই পদ্ধতিতে কাউকে কম বা বেশি নম্বর দেয়ার সুযোগ ছিলো না। এই পদ্ধতির একটা প্রভাব পড়েছে ফলাফলে।

১০ বোর্ড মিলিয়ে এবার জিপিএ-৫ পেয়েছেন এক লাখ চার হাজার ৭৬১ জন শিক্ষার্থী। গত বছর পাঁচ হাজার বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। অর্থাৎ এ বছর পাশের হার কমে গেছে। একই সাথে কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংখ্যাও।

তবে সাধারণ আট বোর্ডে গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ বেশি পেয়েছেন শিক্ষার্থীরা। এ বছর সাধারণ আট বোর্ডে মোট ৯৭ হাজার ৯৬৪ জন। গতবারের চেয়ে এবার এক হাজার ১৯৫ জন বেশি জিপিএ-৫ পেয়েছেন।

এ বছর মোট ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেন। দুই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে দুই মার্চ; এই এক মাস সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষ হওয়ার ঠিক দুই মাস পর ফলাফল দেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ৭:২১:৩৬   ৫৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ