কাদের: বিএনপির মুখে গণতন্ত্রের বুলি বছরের সেরা তামাশা

Home Page » প্রথমপাতা » কাদের: বিএনপির মুখে গণতন্ত্রের বুলি বছরের সেরা তামাশা
শুক্রবার, ৫ মে ২০১৭



 বঙ্গ-নিউজ: ‘দুর্নীতিতে যারা চ্যাম্পিয়ন, তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি আরও বলেন, বিএনপির মুখে গণতন্ত্রের বুলি বছরের সেরা তামাশা তারা বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠানামে বহু সেনা অফিসারের রক্ত স্রোতের ওপর দাঁড়িয়ে কারফিউ গণতন্ত্র চালু করেছিল আর এখন যারা গণতন্ত্রের কথা বলছে, তারা পেট্রলবোমা মেরে মানুষ পুড়িয়ে গণতন্ত্র চালু করতে চায়।

আজ (শুক্রবার) সকালে কেরানীগঞ্জের ইকুরিয়ায় পেশাদার গাড়িচালকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালায় কাদের সব কথা বলেন সড়ক পরিবহন আইন প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনা সরকার জনগণের সরকার। জনবিরোধী কোন আইন আমরা সংসদে পাস করব না, করতে পারি না। এ সময়, দেশের সব চালককে সড়ক দুর্ঘটনা থেকে বাঁচতে সতর্কতার সঙ্গে যানবাহন চালানোর আহ্বান জানান মন্ত্রী।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের দেয়া বক্তব্যে সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দুর্নীতিতে তারা চ্যাম্পিয়ন। তাদের মুখে দুর্নীতির অপবাদ, মুখে রাম রাম ধ্বনি ছাড়া কিছুই নেই। আওয়ামী লীগ দুর্নীতি করে পালায়নি, পালিয়েছে বিএনপি। দুর্নীতির কারণে তারা দেশে ফিরতে পারছেন না। অর্থ পাচারের অভিযোগে পালিয়ে বেড়াচ্ছেন।

এদিকে, আগামী মে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনের নবম তলায় অবস্থিত সরকারি দলের সভা কক্ষে রোববার সন্ধ্যা সাড়ে টায় এ সভা অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন

আজ (শুক্রবার) এক বিজ্ঞপ্তিতে দলীয় সকল সংসদ-সদস্যকে যথাসময়ে সভায় উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের পার্লামেন্টারি পার্টির সেক্রেটারি নূর--আলম চৌধুরী

বাংলাদেশ সময়: ১৯:৪৮:৫১   ৫১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ