‘ইসলামিক নাম নয়’- নিষেধাজ্ঞা জারি করল কমিউনিস্ট চিন

Home Page » প্রথমপাতা » ‘ইসলামিক নাম নয়’- নিষেধাজ্ঞা জারি করল কমিউনিস্ট চিন
শুক্রবার, ৫ মে ২০১৭



'ইসলামিক নাম'-এ ভূমিষ্ঠ শিশুর নাম রাখা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল কমিউনিস্ট চিন

বঙ্গ-নিউজ: কমিউনিস্ট চিনের নয়া ফতোয়া, এখন থেকে ‘ইসলামিক নাম’-এ কোনও ভূমিষ্ঠ শিশুর নাম রাখা যাবে না। চিনের মুসলিম সংখ্যাগরিষ্ঠ জিনজিয়াং প্রদেশে এই ফতোয়াই জারি করেছে দেশের কমিউনিস্ট সরকার। ‘দাড়ি রাখা যাবে না’, ‘বোরখা পরা যাবে না’, এখন থেকে নিজের শিশুর নামও নিজের পছন্দ মত রাখতে পারবে না ভূমিষ্ঠ শিশুর মা-বাবা কিংবাঅভিভাবকরা। চিনের কমিউনিস্ট  সরকারের দাবি দেশে বেড়ে চলা ‘মুসলিম উগ্রপন্থা’কে রুখতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে সমাজকর্মীরা বলছেন, চিনের কমিউনিস্ট প্রশাসন এই ফতোয়া জারি করে নাগরিকের মৌলিক অধিকারেই হস্তক্ষেপ করছে। চিনের মানবাধিকার কর্মীদের অভিযোগ, “এই নীতি ভীষণ ভয়ংকর এবং স্পষ্টভাবে এটা ‘ধর্মীয় বিশ্বাস এবং মতপ্রকাশের আন্তর্জাতিক অধিকার’কে উল্লঙ্ঘন করছে”। চিনের মানবাধিকার কমিশনের ডিরেক্টর সোফি রিচার্ডসনের মত, “উগ্রপন্থার নামে ধর্মীয় স্বাধীনতাকে খর্ব করার চেষ্টা করা হচ্ছে”। চিনের ‘নাম ফতোয়া’র নীতিকে কার্যত কটাক্ষ করেই রিচার্ডসন আরও বলেন, এটি একটি “অবাস্তব নিষেধাজ্ঞা”।

‘ইমাম’, ‘হাজি’, ‘ইসলাম’, ‘কুরান’, ‘সাদ্দাম’, ‘মেদিনা’ ইত্যাদি নাম যেখানে প্রচণ্ডভাবে ধর্মীয় (ইসলামিক) ‘স্বাদ’ রয়েছে, এই ধরণের নামেই মূলত নিষেধাজ্ঞা জারি করেছে চিন।  উল্লেখ্য, একমাস আগেই জিনজিয়াংয়ে পুরুষদের দাড়ি রাখায় নিষেধাজ্ঞা জারি করেছিল কমিউনিস্ট প্রশাসন। শুধু পুরুষই নয়, মহিলাদের ওপরও জারি হয়েছিল ‘পোশাক ফতোয়া’। নিষেধাজ্ঞা জারি করে চিনের কমিউনিস্ট প্রশাসন এও জানিয়ে দিয়েছে জনসমক্ষে কোথাও মুসলিম মহিলারা বোরখা পরতে পারবেন না। এখানেই শেষ নয়। চিনের কমিউনিস্ট পার্টির ‘একনায়ক’ প্রবণতারও শিকার হয়েছে এখানকার মানুষ। সরকারি টেলিভিশন না দেখা এবং রেডিও অনুষ্ঠান না শোনার কারণে চিনের কমিউনিস্ট প্রশাসনের কোপেও পড়েছে জিনজিয়াং প্রদেশের মানুষ

বাংলাদেশ সময়: ১৯:৩৭:৪৮   ৬২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ