পারমাণবিক যুদ্ধের উস্কানি দিচ্ছে আমেরিকা’:উঃকোরিয়া

Home Page » প্রথমপাতা » পারমাণবিক যুদ্ধের উস্কানি দিচ্ছে আমেরিকা’:উঃকোরিয়া
মঙ্গলবার, ২ মে ২০১৭



কোরীয় উপদ্বীপকে পারমাণবিক যুদ্ধের প্রান্তে ঠেলে দেয়ার জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছে উত্তর কোরিয়া।

 

বঙ্গ-নিউজ: সোমবার দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনীর সঙ্গে মহড়া দিতে দুটি মার্কিন বোমারু বিমান কোরীয় উপদ্বীপের ওপর দিয়ে উড়ে যাওয়ার পর মঙ্গলবার এ অভিযোগ করে উত্তর কোরিয়া।জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য ও যুক্তরাষ্ট্রের চাপ অগ্রাহ্য করে উত্তর কোরিয়া তার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচী নিয়ে এগিয়ে যাচ্ছে। এ নিয়ে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে দক্ষিণ কোরিয়ায় দুটি সুপারসনিক বি-১বি ল্যান্সার বোমারু বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।

রাজধানী পিয়ংইয়ংয়ে সামরিক প্রদর্শনীতে উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র। রয়টার্স

রাজধানী পিয়ংইয়ংয়ে সামরিক প্রদর্শনীতে উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র। রয়টার্স

সিউলে এক সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মুন সাং গিয়ুন জানিয়েছেন, উত্তর কোরিয়ার উস্কানি ও আরেকটি সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা থেকে দেশটিকে বিরত রাখতে সোমবার যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া চালিয়েছে।এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী জানিয়েছে, দক্ষিণ কোরিয়া ও জাপানের বিমান বাহিনীর সঙ্গে প্রশিক্ষণ মহড়ায় অংশ নিতে বোমারু বিমান দুটি গুয়াম দ্বীপপুঞ্জ থেকে দক্ষিণ কোরিয়ায় গেছে।
উত্তর কোরিয়া বলেছে, বোমারু বিমানগুলো তাদের এলাকায় ‘বড় ধরনের স্থাপনায় পারমাণবিক বোমা ফেলার মহড়া দিয়েছে’; এমন এক সময় এ মহড়া চালানো হল যখন ট্রাম্প এবং ‘যুক্তরাষ্ট্রের অন্যান্য যুদ্ধবাজরা আগ বাড়িয়ে উত্তর কোরিয়ায় পারমাণবিক হামলা চালানোর জন্য ক্রন্দন শুরু করেছে’।

মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ বলেছে, “বেপরোয়া এই সামরিক উস্কানি কোরীয় উপদ্বীপের পরিস্থিতিকে একটি পারমাণবিক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।”

ক্যাপশন: কোরীয় উপদ্বীপের জলসীমায় পাঠানো যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসন। রয়টার্স

ক্যাপশন: কোরীয় উপদ্বীপের জলসীমায় পাঠানো যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসন। রয়টার্স

গত কয়েক সপ্তাহ ধরে কোরীয় উপদ্বীপজুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে। যুক্তরাষ্ট্র ও একমাত্র ঘনিষ্ঠ মিত্র চীনের চাপ অগ্রাহ্য করে উত্তর কোরিয়া ষষ্ঠবারের মতো পারমাণবিক বোমার পরীক্ষা চালাতে পারে এমন ধারণা থেকে সৃষ্ট উদ্বেগ উত্তেজনায় রূপ নিয়েছে।  শক্তি প্রদর্শনের মাধ্যমে উত্তর কোরিয়াকে পারমাণবিক পরীক্ষা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা থেকে বিরত রাখতে কোরীয় উপদ্বীপের জলসীমায় বিমানবাহী রণতরীসহ নৌবহর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে দক্ষিণ কোরিয়ার ক্ষেপণাস্ত্র বিধ্বংসী থাড সিস্টেম মোতায়েন করেছে। এতে যে কোনো সময় যুদ্ধ বেধে যেতে পারে আশঙ্কায় বিশ্বজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে। এতসব উত্তেজনা সত্বেও সোমবার এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি উত্তর কোরিয়ার তরুণ নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করতে পারলে ‘সম্মানিত’ বোধ করবেন।

বাংলাদেশ সময়: ১২:৪৭:০৫   ১৪৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ