শিবগঞ্জে জঙ্গি আস্তানা থেকে সুইসাইড ভেস্ট ও আগ্নেয়াস্ত্র উদ্ধার

Home Page » জাতীয় » শিবগঞ্জে জঙ্গি আস্তানা থেকে সুইসাইড ভেস্ট ও আগ্নেয়াস্ত্র উদ্ধার
শুক্রবার, ২৮ এপ্রিল ২০১৭



জঙ্গি আস্তানা থেকে সুইসাইড ভেস্ট ও আগ্নেয়াস্ত্র উদ্ধারবঙ্গ-নিউজঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জঙ্গি আস্তানায় চার জঙ্গির মৃত্যুর পর সেখানে অভিযান চালিয়ে একটি সুইসাইড ভেস্ট ও আগ্নেয়াস্ত্র মিলেছে। শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নের ত্রিমোহিনী গ্রামের আমবাগান ঘেরা জেন্টু বিশ্বাসের আধাপাকা একটি বাড়ি জঙ্গি আস্তানা হিসেবে বুধবার সকালে ঘিরে ফেলে আইন-শৃঙ্খলা বাহিনী। সোয়াটের অভিযান শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানে চারজনের লাশ মেলে, যারা নিজেদের ঘটানো বিস্ফোরণে মারা যান বলে পুলিশ জানায়। শুক্রবার বেলা পৌনে ১১টা পর্যন্ত লাশ উদ্ধার করা হয়নি। এ ঘটনায় মামলাও হয়নি এখনও।

পুলিশ সুপার মুজাহিদুল ইসলাম বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর ঘিরে রাখা ওই বাড়িতে বোম ডিসপোজাল ইউনিট তাদের কাজ শেষ করেছে। বাড়িটিতে একটা ভেস্ট ও একটা আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। তবে কী ধরনের আগ্নেয়াস্ত্র তা জানান নি।

সকালে ওই এলাকায় গিয়ে দেখা যায়, বাড়িটি চারদিক থেকে ঘিরে রেখেছে পুলিশ। এলাকাবাসী বা সাংবাদিকদেরও বাড়ির কাছাকাছি যেতে দিচ্ছে না। ওই বাড়ির আশপাশের কয়েকটি বাড়িতেও অভিযান শুরু পর থেকে যেতে দেওয়া হয়নি বাসিন্দাদের।

বাড়ির কাছাকাছি এখনও দুটি অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। বাড়িটি ঘেরাও করার পর পুলিশ বলেছিল, সেখানে রফিকুল আলম আবু (৩০) নামে এক জঙ্গি ও তার স্ত্রী-সন্তানসহ চারজন থাকতে পারে। তবে অভিযান শেষে পুলিশ বলেছে, চারজনের লাশ পাওয়া গেছে। তাদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। আর আবুর স্ত্রী সুমাইয়া ও একটি মেয়েকে জীবিত ধরা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:২১:৫৫   ৪২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ