কাদের সঙ্গে খেলবে পাকিস্তান?

Home Page » ক্রিকেট » কাদের সঙ্গে খেলবে পাকিস্তান?
বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০১৭



security in pakistan cricket stadiumবঙ্গ-নিউজঃ পাকিস্তান যে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য এখনো ঠিক নিরাপদ হয়ে উঠতে পারেনি, সেটা সবারই জানা। তারপরও তারা একাধিকবার বাংলাদেশকে তাদের দেশে নেয়ার চেষ্টা করেছে। শ্রীলঙ্কাসহ আরো কয়েকটি দলকেও নানাভাবে ডেকেছে পাকিস্তান। কিন্তু যায়নি কেউ। এ কারণে এবার বাংলাদেশে খেলতে আসতে অস্বীকৃতি জানালো তারা। কিন্তু পাকিস্তান যদি এমন করে, তবে কার সঙ্গে খেলবে তারা?

গত পাকিস্তান সুপার লিগের ফাইনাল দেশের মাটিতে আয়োজন করছিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড। এটা করে তারা প্রমাণ করার চেষ্টা করেছে, পাকিস্তান আন্তর্জাতিক ক্রিকেটের জন্য উপযুক্ত হয়ে উঠেছে। কিন্তু আসলেই কি তাই?

পিএসএলের ফাইনাল আয়োজনের জন্য পুরো লাহোরে নেয়া হয়েছিলো নজিরবিহীন নিরাপত্তা। শহরের গুরুত্বপূর্ণ অনেক সড়ক বন্ধ করে দেয়া হয়েছিলো। খেলোয়াড়দের জন্য ব্যবস্থা করা হয়েছিলো প্রেসিডেনশিয়াল নিরাপত্তা। এতো সব করে আয়োজন করতে হয়েছিলো ম্যাচটি।

তারপরও দুই ফাইনালিস্ট দলে থাকা বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটার ম্যাচটি খেলতে অস্বীকৃতি জানায়। ফলে বিকল্প বিদেশি ক্রিকেটার নিতে হয় তাদের।

শুধুমাত্র পিসিএল ফাইনাল দিয়ে পাকিস্তান তাদের দেশকে ক্রিকেটের জন্য নিরাপদ প্রমাণ করতে পারেনি। যদিও নিরাপত্তা হুমকির বিষয়টি এখন আগের চেয়ে কম বলেই দাবি করছে তারা।

পাকিস্তান- বাংলাদেশের পারস্পরিক সিরিজ খেলার চুক্তিতে বলা হয়েছিলো ২০১৭ সাল পর্যন্ত দুই দেশ যতো সিরিজ খেলবে, তার সবই অনুষ্ঠিত হবে বাংলাদেশে। ওই চুক্তির পরও পাকিস্তান বোর্ড বাংলাদেশকে তাদের দেশে গিয়ে টি-টোয়েন্টি খেলার আহ্বান জানায়। কিন্তু বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তাদের আহ্বানে সাড়া দেননি।

এর একদিন পরই পাকিস্তান বোর্ড প্রধান শাহরিয়ার খান স্থানীয় সংবাদ মাধ্যমে বলেন যে, তার দেশ বাংলাদেশ সফরে আসবে না। তিনি পরপর দুটি সিরিজে পাকিস্তান বাংলাদেশে এসেছে বলে দাবি করেন এবং এখন বাংলাদেশকে তাদের দেশে যেতে বলেন।

কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার এ কথার পাত্তা দিচ্ছে না। বরং বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্পষ্ট করে বলে দিয়েছে যে, বিসিবি পাকিস্তানে দল পাঠাবে না।

বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস সংবাদ মাধ্যমকে বলেছেন, জুলাই- আগস্টে বাংলাদেশ- পাকিস্তানের নির্ধারিত সিরিজটি বাতিল করা নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনো আনুষ্ঠানিকভাবে বিসিবিকে কিছু বলেনি। তাদের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে পেলে পরবর্তী সিদ্ধান্ত নিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

কিন্তু প্রশ্ন হলো, সর্বশেষ সফরে বাংলাদেশে এসে সাড়ে তিন লাখ ডলার নিয়েছিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড। এবারও কি তারা সে রকম কিছুই আশা করছে? যদি তাই হয়, তবে এ রকম করলে তাদের সঙ্গে কারা খেলবে?

বাংলাদেশ সময়: ১৯:৫২:১৮   ৪৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ