বিশ্ব মানচিত্র থেকে মুছে যাবে ব্রিটেন: মস্কো

Home Page » এক্সক্লুসিভ » বিশ্ব মানচিত্র থেকে মুছে যাবে ব্রিটেন: মস্কো
বুধবার, ২৬ এপ্রিল ২০১৭



  • ফ্র্যান্টস ক্লিন্টসেভিচ

বঙ্গ-নিউজঃ ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ‘শত্রুদের’ বিরুদ্ধে আগাম পরমাণু হামলার যে হুমকি দিয়েছেন তার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, ভুল করলে পাল্টা হামলায় বিশ্বের মানচিত্র থেকে মুছে যাবে ব্রিটেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে তার দেশের ‘শত্রুদের’ বিরুদ্ধে ‘প্রথম হামলা’র কাজেই পরমাণু অস্ত্র ব্যবহার করবেন বলে সোমবার হুমকি দেন দেশটির প্রতিরক্ষমন্ত্রী মাইকেল ফ্যালন। তিনি বলেন, এমনকি ব্রিটেন যদি সরাসরি আক্রান্ত নাও হয় তবুও পরমাণু অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবে না লন্ডন।

এ বক্তব্যের প্রতিক্রিয়ায় রুশ পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলের প্রতিরক্ষা কমিটির ডেপুটি চেয়ারম্যান ফ্র্যান্টস ক্লিন্টসেভিচ প্রতিক্রিয়া জানিয়েছেন।  তিনি বলেছেন, এ ধরনের বক্তব্যের কঠোর জবাব দেয়া দরকার এবং সে জবাব দিতে আমি ভয় পাই না।

তিনি আরো বলেন, “ফ্যালনের বক্তব্যকে মস্কো ‘মনস্তাত্ত্বিক যুদ্ধের’ অংশ হিসেবে গণ্য করছে।  তা না হলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে কার বিরুদ্ধে আগাম হামলার কাজে পরমাণু অস্ত্র ব্যবহার করতে চায় ব্রিটেন?”

রাশিয়ার এই সিনিয়র সংসদ সদস্য আরো বলেন, “ব্রিটেন যদি পরমাণু শক্তিধর কোনো দেশে হামলা চালায় তাহলে আক্ষরিকভাবে প্রতিশোধমূলক হামলায় এটি (ব্রিটেন) বিশ্বের মানচিত্র থেকে মুছে যাবে; বিশেষ করে যেহেতু এটির আয়তন খুব বড় নয়।”

তিনি আরো বলেন, কিন্তু ব্রিটেন যদি কোনো অ-পারমাণবিক দেশে হামলা চালায় তাহলে ১৯৪৫ সালে আমেরিকা জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে যা করেছে তার পুনরাবৃত্তি হবে।

বাংলাদেশ সময়: ১১:৫১:২১   ৫৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ