বিজিএমইএর দাবি, রানা প্লাজায় আহত কোন শ্রমিক বেকার নেই

Home Page » চাকুরির বাজার » বিজিএমইএর দাবি, রানা প্লাজায় আহত কোন শ্রমিক বেকার নেই
সোমবার, ২৪ এপ্রিল ২০১৭



rana plazaবঙ্গ-নিউজঃ রানা প্লাজা ধসে আহত শ্রমিকদের ৪৪র শতাংশ এখনো বেকার রয়েছে, একশন এইডের এরকম দাবি প্রত্যাখ্যান করেছে মালিকদের সংগঠন বিজিএমইএ। একই সঙ্গে জানিয়েছে, কর্মহীনের প্রমাণ নিয়ে কেউ হাজির হলে তাকে চাকরি দেয়া হবে।

গত ২২ এপ্রিল একশন এইড এক গবেষণা প্রতিবেদনে জানায়, রানা প্লাজা ধ্বসে আহত শ্রমিকদের ৪৪ শতাংশ চার বছর পেরিয়ে গেলেও বেকার রয়েছেন। এদের মধ্যে ২৬ শতাংশ উপার্জনের কোন পরিকল্পনা করতে পারছেন না।

২০১৩ সালের ২৪ এপ্রিল ভয়াবহ রানা প্লাজা ধ্বসে পাঁচটি তৈরি পোশাক কারখানার শ্রমিকসহ ১১০০ জনের বেশি প্রাণ হারায় এবং আহত হন সহস্রাধিক। আজ সোমবার জুবাইন কবরস্থানে নিহত শ্রমিকদের কবরে ফুল দিয়ে বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর একশন এইডের তথ্যের সঙ্গে দ্বিমত প্রকাশ করেন।

তিনি বলেন, ‘এই প্রতিবেদনের সঙ্গে আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি। আহত শ্রমিকদের কেউ এখনো বেকার নেই। কেউ যদি বেকার থাকার প্রমাণ দিতে পারে তবে তার পুনর্বাসনের সম্পূর্ণ ব্যবস্থা করবে বিজিএমইএ। আমরা এই কথা আগেও বলেছি, এখনো বলছি। অনেকেই এসেছে, তাদের চাকরির ব্যবস্থাও করা হয়েছে।’

তিনি বলেন, ‘ক্ষতিগ্রস্ত সব শ্রমিকদের ক্ষতিপূরণ ও চাকরির ব্যবস্থা করা হয়েছে। ফান্ডে এখনো মিলিয়ন মিলিয়ন ডলার রয়েছে কিন্তু যারা আসছে, তাদের কাছে যথেষ্ট প্রমাণ না থাকায় এই অর্থ বিতরণ করতে পারছি না।’

রানা প্লাজার আহত এক হাজার ৪০৩ জন শ্রমিকের ওপর জরিপ চালিয়ে এবং ৬০৭ জন মৃত শ্রমিকের পরিবারকে নমুনা হিসেবে নিয়ে গবেষণামূলক প্রতিবেদনটি প্রকাশ করে একশন এইড।

বাংলাদেশ সময়: ২২:১৫:৫৮   ৪২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চাকুরির বাজার’র আরও খবর


চাকরির পরীক্ষা একদিনে ১৯ প্রতিষ্ঠানে নিয়োগ, অনেকরই স্বপ্নভঙ্গ
মধ্যনগরে মতবিনিময় মা সভা অনুষ্ঠিত
সরকারি চাকরির আবেদনে থাকছে না সত্যায়ন প্রক্রিয়া
৪০০০ চিকিৎসক নিয়োগ আজই ; ৪২ তম বিসিএস এ
আর কত অপেক্ষা করতে হবে শিক্ষক-কর্মচারীদের বেতন পেতে
আগামী মাসে ২৬ হাজার শিক্ষক নিয়োগ দেবে বললেন,জাকির হোসেন
সরকারি চাকরির নিয়োগের জটিলতা
অ্যামাজন কোম্পানির মালিক ভারতে ১০ লাখেরও অধিক চাকরি সৃষ্টির প্রতিশ্রুতি দিলেন
প্রাথমিকে নিয়োগের ফল বাতিলের সুযোগ নেই
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

আর্কাইভ