তিস্তা চুক্তি এ সরকারের আমলেই এরশাদ

Home Page » বিবিধ » তিস্তা চুক্তি এ সরকারের আমলেই এরশাদ
রবিবার, ২৩ এপ্রিল ২০১৭



 

বঙ্গ নিউজঃ মোঃ শরিফুল ইসলাম। হাতীবান্ধা থানা প্রতিনিধি :জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছেন, চিন্তার কোনো কারণ নেই, আমরা নিশ্চিত শেখ হাসিনা সরকারের আমলেই তিস্তার পানি চুক্তি অবশ্যই বাস্তবায়িত হবে।
রবিবার রংপুর থেকে বুড়িমারী যাওয়ার পথে হাতীবান্ধার তিস্তা ব্যারাজ এলাকায় অবসরে স্থানীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি একথা বলেন। তিনি রবিবার বেলা সাড়ে ১১টায় পাঁচ সদস্যের দল নিয়ে পাঁচ দিনের জন্য লালনিরহাটের বুড়িমারী হয়ে ভারতের উদ্দেশে রওনা হন।
তিস্তা চুক্তি বিষয়ে এরশাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর শেষে মন্ত্রিসভা থেকে আমরা জানতে পেরেছি তিস্তার পানি চুক্তি এ সরকারের আমলেই হবে। আমরা নিশ্চিত শেখ হাসিনা সরকারের আমলেই তিস্তার পানি চুক্তি অবশ্যই বাস্তবায়িত হবে এবং তারা তা করতে পারবে।
তিনি আরো বলেন, দীর্ঘ ২৫ বছরের মামলা শেষ হয়েছে। আরেকটি মামলা আছে, যা দীর্ঘ ২৯ বছর ধরে চলছে। সেটি শেষ করে আবারও মাঠে নামব। রাজনীতি থেকে দূরে রাখার জন্যই আমার বিরুদ্ধে এ মামলা হয়েছে। কিন্তু সেদিন আর বেশি দূরে নাই। আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে ক্ষমতায় এনে দেশের জনগণই প্রমান করবে আমাদের গ্রহণযোগ্যতা।
এসময় জাপা মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, জাতীয় নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে আলোচনা চলছে। আগামী নির্বাচনে ৩০০ আসনের জন্য প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি।
এদিকে, এরশাদ বুড়িমারী স্থলবন্দরে পৌঁছলে ইমিগ্রেশন পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। আগামী ২৭ এপ্রিল তিনি দেশে ফিরবেন বলে জানান এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি ও তার সফরসঙ্গী সুনীল শুভ রায়।

বাংলাদেশ সময়: ২০:০৫:৪৪   ৩২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিবিধ’র আরও খবর


ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
দেখা হবে কতো দিনে: রাধাবল্লভ রায়
মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন
দেশের ১৫ জেলায় ঝড়বৃষ্টির আভাস
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ড. ইউনূসের মামলা বাতিল আবেদন শুনানি ১১ আগস্ট
সীমান্ত ভ্রমণের সাতটি দিন ও প্রাসঙ্গিক কিছু কথা ; পর্ব- ৩৪; স্বপন চক্রবর্তী
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার
ইসফাহান নেসফে জাহান

আর্কাইভ