সুনামগেঞ্জর হাওড়ে বিনষ্ট ১২৭৬ মেট্রিক টন মাছ, হাঁস মরেছে ৩৮৪৪টি

Home Page » অর্থ ও বানিজ্য » সুনামগেঞ্জর হাওড়ে বিনষ্ট ১২৭৬ মেট্রিক টন মাছ, হাঁস মরেছে ৩৮৪৪টি
রবিবার, ২৩ এপ্রিল ২০১৭



haor fish crisisবঙ্গ-নিউজঃ পাহাড় থেকে আসা বন্যার পানি সুনামগেঞ্জর হাওড়ের পানিতে মিশে যাওয়ার পর সেখানে বিনষ্ট হয়েছে ১২৭৬ মেট্রিক টন মাছ। মারা গেছে প্রায় চার হাজার হাঁস। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. মাকসুদুল হাসান খান সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

রোববার সচিবালয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় এ তথ্য জানান তিনি। এ দিকে হাওরের মৃত বা জীবিত মাছ আগামী কিছুদিন বজারে বিক্রি না করার অনুেরাধ জানানো হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে হাওর এলাকায় মাইকিং করে প্রচারণা চালানো শুরু হয়েছে। সিলেটের মৎস্য বিভাগের ডেপুটি ডিরেক্টর মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, ‘হাওরের পানি দূষিত হয়ে গেছে। তাই এই সমস্যা সৃষ্টি হয়েছে। আগামী কিছুদিন মাছ খাওয়া ও মাছ ধরা উভয় থেকে স্থানীয়দের বিরত থাকা উচিত।’

স্থানীয়রা জানিয়েছেন, এরই মধ্যে মরা মাছের গন্ধ ছড়াতে শুরু করেছে। তবে বৃষ্টি থাকার কারণে গন্ধ এখনো প্রকট আকার ধারণ করেনি। মাছ মারা যাবার পর থেকে স্থানীয়দের ধারণা ছিল ভারত থেকে আসা পানির সাথে ইউরেনিয়াম মিশে ছিল। যা, হাওড়ের পানিতে মিশে যাওয়ার ফলে মাছ মরা গেছে। তবে রোববার গবেষক দল দাবি করেছে পানিতে কোন ইউরেনিয়াম পাওয়া যায়নি।

হাওর এলাকায় গত কয়েক সপ্তাহের টানা বর্ষণের ফলে ধানসহ কৃষি শষ্য ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। অনেকে বলছে, ধান পঁচে সৃষ্ট গ্যাস থেক এই সমস্যার সৃষ্টি হতে পারে। ধান ক্ষেতে ব্যবহার করা সার ও ধান পঁচে সৃষ্ট অ্যামেনিয়া গ্যাস পানিতে মিশে এই সমস্যার সৃষ্টি হয়েছে বলেও অনেকে মনে করছেন।

বাংলাদেশ সময়: ১৭:০৯:৫৫   ৩৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ