ওবায়দুল কাদের বললেন, মানুষকে পুড়িয়ে গণতন্ত্র উদ্ধার হয় না

Home Page » প্রথমপাতা » ওবায়দুল কাদের বললেন, মানুষকে পুড়িয়ে গণতন্ত্র উদ্ধার হয় না
শুক্রবার, ২১ এপ্রিল ২০১৭



বঙ্গ-নিউজ: আওয়ামী লীগের প্রভাবশালী নেতা এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির রাজনীতিটা শুরু হয়েছে কারফিউ গণতন্ত্রের মধ্য দিয়ে। দলটি এখন দেশের গণতন্ত্র উদ্ধার করতে চাচ্ছে। কিন্তু এ কথা সত্য যে মানুষকে পুড়িয়ে মেরে গণতন্ত্র উদ্ধার করা যায় না।’

obaydul kader to media

২০ এপ্রিল  বৃহস্পতিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কস্থ কুমিল্লা জেলার পদুয়ারবাজার ফুটওভার ব্রিজ উদ্বোধন করার সময় তিনি এ মন্তব্য করেন। উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে ঢাকা-চট্টগ্রাম চার লেন প্রকল্পের পরিচালক আফতাব হোসেন খান, ব্যবস্থাপক মাসুম সারওয়ার, সওজ-কুমিল্লার তত্ত্বাবধায়ক প্রকৌশলী কেএম আতিকুল হক, নির্বাহী প্রকৌশলী মো. সাইফ উদ্দিনসহ সওজ ও চার লেন প্রকল্পের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। নির্বাচনে অংশগ্রহণ করা বিএনপির সাংবিধানিক অধিকার। মনে হচ্ছে গতবার নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি যে ভুল করেছিল এবার সেই ভুল আর হবে না।’

ওবায়দুল কাদের বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা জানেন কিছুদিন আগে এ দেশে আইপিও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দেশে গণতন্ত্র না থাকলে গুরুত্বপূর্ণ সম্মেলনটি বাংলাদেশে অনুষ্ঠিত হতো না।’

কুমিল্লা সিটি নির্বাচন নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘নারায়ণগঞ্জের মতো কুমিল্লাতেও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সরকারের লক্ষ্য ছিল নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করা। আমরা সেটা করেছি। এখানে যিনি মেয়র হয়েছেন তার বিরুদ্ধে মামলা থাকলে আইনি প্রক্রিয়া অব্যাহত থাকবে এটাই স্বাভাবিক।

বাংলাদেশ সময়: ৯:২১:০৭   ৪০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ