ধর্ষণের শিকার কেরানীগঞ্জে পঞ্চম শ্রেণির ছাত্রী

Home Page » প্রথমপাতা » ধর্ষণের শিকার কেরানীগঞ্জে পঞ্চম শ্রেণির ছাত্রী
বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭



কেরানীগঞ্জে পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার বঙ্গ-নিউজ: কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের মধুরচর এলাকায় বড় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছে এক শিশু। ধর্ষিতা শিশুটি নবাবগঞ্জ থানার মধুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার সন্ধ্যায়। বর্তমানে শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় ধর্ষিতার বড় বোন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।ধর্ষিতার বড় বোন শাহনাজ বেগম জানান, গত শনিবার ছোট বোন তার বাড়িতে বেড়াতে আসে। গত মঙ্গলবার সন্ধ্যায় তার বাড়ির কয়েকটি বাড়ি পর মান্নান কসাইয়ের বাড়িতে গাভীর দুধ আনতে ছোটো বোনকে পাঠায় সে। সেখানে মান্নান কসাইয়ের ছেলে সিদ্দিক (২৪) তার ঘরে বোনকে ডেকে নিয়ে যায়। পরে পাষণ্ড নরপিচাশ চাকুর ভয় দেখিয়ে তার বোনের মুখ, হাত-পা গামছা দিয়ে বেধে জোড় পূর্বক ধর্ষণ করে।

এক পর্যায়ে নরপিচাশ সিদ্দিক তার বোনকে বিষয়টি কাউকে বললে প্রাণের মেরে ফেলার হুমকী দিয়ে ছেড়ে দেয়। তার বোন বাড়িতে এসে পুরো বিষয়টি তাকে জানায়। পরে তিনি তার বোনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এবং গত বুধবার রাতে মুরব্বিদের নিয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।

এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকের মোহাম্মদ যুবায়ের জানান, ভিকটিমের বড় বোন অভিযোগ দেওয়ার পর আমরা মামলা গ্রহন করেছি। ভিকটিমকে মেডিকেল পরিক্ষা করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের বরাবর আবেদন করা হয়েছে। পাশাপাশি ধর্ষককে গ্রেপ্তারের জন্য কয়েকবার অভিযান চালানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:৪১:৪৯   ৪২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ