চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নাসির!

Home Page » ক্রিকেট » চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নাসির!
বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭



বঙ্গ-নিউজঃ আগামীকাল আয়ারল্যান্ডে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘোষিত দলে নাম আসতে পারে নাসির হোসেনের। বিসিবির উর্ধ্বতন মহল থেকে এমন আভাস পাওয়া গেছে।

nasir will lead bcb eleven against england

নাসির হোসেন বেশ কিছুদিন ধরেই জাতীয় দলের অনিয়মিত। দলের সর্বশেষ কয়েকটি ইভেন্টে তিনি একেবারেই অনুপস্থিত ছিলেন। কিন্তু ঘরোয়া ক্রিকেটের দারুণ পারফর্ম করে ফের জাতীয় দলে ফেরার দাবিটা জোরালো করে তুলেন তিনি।

তারই ফলে, শোনা যাচ্ছে আয়ারল্যান্ড সিরিজের দলে ঢুকে যাবেন তিনি। যদিও তা এখনো নিশ্চিত নয় পুরোপুরি।

কিছুদিন আগে অনুষ্ঠিত হয়ে যাওয়া বাংলাদেশ ক্রিকেট লিগে ডাবল সেঞ্চুরি আসে নাসিরের ব্যাট থেকে। ইমার্জিং এশিয়া কাপে সেঞ্চুরি করেন তিনি। পরে নাসির সেঞ্চুরি করেন চলমান ঢাকা প্রিমিয়ার লিগেও।

ব্যাট হাতে দারুণ দ্যুতিময় সময় কাটানোর পাশাপাশি বল হাতেও পুরোনো রূপ দেখিয়েছেন তিনি। কার্যকর হয়ে উঠেছেন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাই মনে করছে, নাসির আরো একটা সুযোগ পেতে পারেন আন্তর্জাতিক পর্যায়ে। এ চিন্তা থেকেই নাসিরকে দেখা যেতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে।

এ দিকে বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন আজ বিসিবিতে বলেছেন যে, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে খুব বেশি অদল বদল আনতে নারাজ বিসিবি। কঠিন চ্যালেঞ্জের এই আসরে অভিজ্ঞদের প্রতিই ভরসা রাখতে চায় বোর্ড।

তিনি বলেন, ‘আমাদের ওয়ানডে দলটা তো গোছালোই। তেমন কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। আমরা অভিজ্ঞদেরই প্রাধান্য দিতে চাই।’

বাংলাদেশ সময়: ১০:৪৩:৩৯   ৩০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ