শামিম ওসমান: নাস্তিকদের জন্য আমার এক ইশারাই যথেষ্ট

Home Page » প্রথমপাতা » শামিম ওসমান: নাস্তিকদের জন্য আমার এক ইশারাই যথেষ্ট
বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭



নাস্তিকদের বিরুদ্ধে সবাইকে নিয়ে এক মঞ্চে প্রতিবাদ করার ঘোষণা দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামিম ওসমান। তিনি বলেছেন, ‘নাস্তিকদের জন্য আমার চোখের ইশারাই যথেষ্ট। আমি নারায়ণগঞ্জে একটি নজির স্থাপন করতে চাই। যারা ধর্মের নামে কটূক্তি করে বেড়ায় তাদের বিরুদ্ধে একত্রিত হয়ে এক মঞ্চে প্রতিবাদ করে ঘৃণা প্রদর্শন করতে চাই।’

shamim osman narayanganj

১৯ এপ্রিল বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের মাসদাইরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কেন্দ্রীয় মসজিদে আলেম ওলামাদের সঙ্গে আলোচনা সভায় শামীম ওসমান এই ঘোষণা দেন। মসজিদে দাঁড়িয়ে শামিম ওসমান বলেন, ‘যারা ধর্মের নামে কটূক্তি করে তাদের বিরুদ্ধে আমরা শুক্রবার জুমার নামাজের পর ডিআইটি জামে মসজিদের সামনে সমাবেশ করবো। সমাবেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, হেফাজতসহ সব দলের মানুষ অংশ গ্রহণ করবে। সমাবেশে আমারা কয়েক লাখ মানুষ সমবেত হবো।’

শামীম ওসমান তার বক্তব্যে প্রশ্ন রেখে বলেন, ‘নারায়ণগঞ্জের মত একটা গুরুত্বপূর্ণ শহরের শহীদ মিনারে দাঁড়িয়ে ‘বিসমিল্লাহ’ নিয়ে এমন বক্তব্য দিল আর সেখান থেকে প্রতিবাদ করার মতো একটা মানুষও কি পাওয়া গেল না? শুধু মাত্র ফেরদাউস সাহেব মামলা করলেন আর কেউ কোন প্রতিবাদ জানালো না? হেফাজতের ফেরদাউস সাহেব ছাড়া আর কোন মুসলমান কি এটা জানে নাই? ফেরদাউস সাহেব হেফাজত থেকে মামলা করেন নাই। তিনি একজন মুসলিম, এই পরিচয়েই তিনি মামলা করছেন।’

দীর্ঘ এক ঘণ্টা বক্তব্যে তিনি বলেন, ‘নারায়ণগঞ্জে যদি কেউ ইসলাম নিয়ে কোন ধরনের বাজে মন্তব্য করে তবে তাকে আর ছাড় দেওয়া হবে না। এখন থেকে সবাইকে হুঁশিয়ার করে দিলাম।’

বুধবার সন্ধ্যায় শামীম ওসমানের দেয়া এই ঘোষণার আগে দুপুরের দিকে নারায়ণগঞ্জ জেলার সংস্কৃতিকর্মী রফিউর রাব্বির বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ এনে আদালতে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার বাদী জেলা হেফাজতে ইসলামের আমীর মাওলানা ফেরদাউসুর রহমান। আদালত মামলা গ্রহণ করে আগামী ৭মে’র মধ্যে ডিবি পুলিশকে আদালতে এ বিষয়ে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

মাওলানা ফেরদাউসুর রহমান মামলায় অভিযোগ করেছেন, ‘গত ৭ এপ্রিল শ্রুতি সাংস্কৃতিক একাডেমি নামে একটি সাংস্কৃতির সংগঠনের ২৫ বছর পূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকার শহীদ মিনারে আয়োজিত অনুষ্ঠান থেকে রফিউর রাব্বি ইসলাম ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে বক্তব্য দিয়েছেন। তিনি তার বক্তব্যে বলেছেন, ‘বিসমিল্লাহির রহমানির রাহিম’ দ্বারা এক সময় বাংলাদেশের সংবিধান শুরু হবে এবং এদেশে হবে একটি সাম্প্রদায়িক দেশ, এটা যদি এদেশের মানুষ জানত তবে ৩০ লাখ শহীদদের কেউ যুদ্ধে অংশ নিত না।’

মামলার বাদী অভিযোগ তোলেন, ‘এই মন্তব্যের মাধ্যমে দেশের কোটি মুুুুসলিম জনতার ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা হয়েছে। একই সঙ্গে মুক্তিযুদ্ধ ও দেশের স্বাধীনতার বিরুদ্ধেও এই মন্তব্য দ্বারা কটূক্তি করা হয়েছে।’

বাংলাদেশ সময়: ১০:২৫:১০   ২৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ