দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমপর্যায়ের ডিগ্রি:মতপার্থক্য

Home Page » প্রথমপাতা » দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমপর্যায়ের ডিগ্রি:মতপার্থক্য
মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০১৭



Image result for কওমি মাদ্রাসা

বঙ্গ-নিউজ: বাংলাদেশে কওমী মাদ্রাসার দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমপর্যায়ের ডিগ্রি হিসেবে সরকারি স্বীকৃতি নিয়ে বিতর্ক এখনো চলছে।ইসলামপন্থী সংগঠনগুলোর মধ্যেই এ নিয়ে মতবিরোধ রয়েছে।

আহলে সুন্নত নামের একটি সংগঠন বলছে, দেশের সব মাদ্রাসায় একই ধরনের পাঠ্যক্রম অনুসরণ না হলে কোরআন ও হাদিসের ভিন্ন ব্যাখ্যার আশংকা থাকে।

মাদ্রাসা শিক্ষার পাঠ্যক্রম নিয়ে ইসলামপন্থী সংগঠনগুলোর মধ্যে বিতর্ক নতুন কোন বিষয় নয়।

এদের মধ্যে নানা ধরনের দৃষ্টিভঙ্গীও বেশ স্পষ্ট। সম্প্রতি কওমী মাদ্রাসার দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমপর্যায়ের ডিগ্রি হিসেবে সরকারি স্বীকৃতি দেয়ার পর মতপার্থক্য আরো স্পষ্ট হয়েছে।

আহলে সুন্নত ওয়াল জামায়াত নামের একটি সংগঠন মনে করে, দেশের সব মাদ্রাসায় একই ধরনের পাঠ্যক্রম অনুসরণ করা জরুরি।

দেশের আলিয়া মাদ্রাসায় যারা পড়াশুনা করেন তাদের একাংশ এই সংগঠনের সাথে জড়িত।

এসব মাদ্রাসার পাঠ্যক্রম সরকার কর্তৃক স্বীকৃত এবং তাদের শিক্ষক নিয়োগে সরকারি প্রক্রিয়া অনুসরণ করা হয়। কিন্তু কওমী মাদ্রাসাগুলো তার বিপরীত।

দেশের সব মাদ্রাসায় অভিন্ন পাঠ্যক্রম চালু না হলে কোরআন ও হাদিসের ভিন্ন-ভিন্ন ব্যাখ্যা তৈরি হতে পারে বলে আশংকা করেন আহলে সুন্নতের প্রধান সমন্বয়ক মাওলানা এম এ মতিন।

কওমী মাদ্রাসা শিক্ষার গুনগত মান নিয়ে জোরালো আপত্তি আছে মি. মতিনের ।

তিনি বলেন, “তাদেরকে (কওমী মাদ্রাসা) প্রশ্ন করেন তো আলিয়া মাদ্রাসায় যে কোরআন ও হাদিস পড়ানো হচ্ছে, সেটা পড়তে আপনাদের ভয় কোথায়? ওরা কেন এটা পড়বে না?”

 
প্রশ্ন উঠেছে: কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের মাস্টার্স ডিগ্রি কোন বিশ্ববিদ্যালয় দেবে?
দেশের কওমী মাদ্রাসাগুলোতে যারা পড়াশুনা করে এবং যারা পরিচালনা করে তাদের বেশিরভাগ ইসলামপন্থী সংগঠন হেফাজতে ইসলামের সাথে সম্পৃক্ত।আহলে সুন্নত এবং হেফাজতে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে কথা বলে বোঝা যায় যে তাদের মধ্যে পরিষ্কার মতপার্থক্য আছে।উভয় পক্ষ নিজেদের ইসলামের পক্ষে বড় শক্তি হিসেবে দাবি করে।হেফাজতে ইসলামীর নেতারা আহলে সুন্নতকে স্বীকার করতেই রাজি নয়।হেফাজতে ইসলামীর অন্যতম শীর্ষ নেতা এবং কওমী মাদ্রাসা বোর্ডের শীর্ষস্থানীয় ব্যক্তি মুফতি ফয়জুল্লাহ’র কথায় সে বিষয়টি স্পষ্ট।

মি. ফয়জুল্লাহ বলেন, “কাদের কথা বলছেন, আমি আসলে ওদের চিনি না, জানি না।”

হেফাজতে ইসলাম মনে করে তারা বাংলাদেশে ইসলামের পক্ষে সবচেয়ে ‘বড় শক্তি’।

“প্রকৃত ইসলামী শক্তি যদি মান অর্জন করে, দেশের মানুষের আস্থা অর্জন করে এবং দেশের মধ্যে ব্যাপক প্রভাব বিস্তার করতে পারে - কিছু মানুষ সবসময় এটার বিরোধিতা করতেই থাকে,” বলছিলেন মি. ফয়জুল্লাহ।

তিনি মনে করেন, সরকারি স্বীকৃতির মাধ্যমে কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।অনেকের অভিযোগ, রাজনৈতিক কৌশল হিসেবে সরকার কওমী মাদ্রাসার ডিগ্রিকে স্বীকৃতি দিয়েছে

মি. ফয়জুল্লাহ বলছেন, ইসলামের মূল শিক্ষা, দর্শন এবং জীবনাদর্শকে কেন্দ্র করেই কওমী মাদ্রাসার শিক্ষা পরিচালনা করা হয়।

সেজন্য বিষয়টি নিয়ে কোন বিতর্কের অবকাশ দেখছেন না তিনি।

অনেকে প্রশ্ন তুলছেন যে রাজনৈতিক কৌশল হিসেবে সরকার কওমী মাদ্রাসার ডিগ্রিকে স্বীকৃতি দিয়েছে।

কিন্তু এ ধরনের অভিযোগ খারিজ করে দিয়েছে উভয়পক্ষ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মুহাম্মদ আব্দুর রশীদ মনে করেন, কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের ডিগ্রি সরকারি স্বীকৃতির প্রয়োজন আছে।

কিন্তু যে প্রক্রিয়ার এই ডিগ্রি দেয়া হচ্ছে সেটি যথেষ্ট প্রশ্ন আছে বলে মনে অধ্যাপক রশীদ।

বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজ এবং আরবিতে মাস্টার্সের যে ডিগ্রি দেয়া হচ্ছে ঠিক একই সমমানের হবে কওমী মাদ্রাসার দাওরায়ে হাদিস ডিগ্রি।

তিনি বলেন, আলিয়া মাদ্রাসার ছাত্রদের মাস্টার্সের সমপর্যায়ের ডিগ্রি নিতে প্রায় ১৫ বছর সময় লাগে।

কিন্তু কওমী মাদ্রাসার দাওরায়ে হাদিস ডিগ্রি নিতে ১০ বছরের মতো সময় লাগে।

এ বিষয়টি নিয়ে বিরোধিতা রয়েছে বলে অধ্যাপক রশীদ উল্লেখ করেন।

তবে কোরআন ও হাদিসের ভিন্ন-ভিন্ন ব্যাখ্যার যে আশংকা আহ্লে সুন্নত করছে সেটির সাথে একমত হতে পারছেন না অধ্যাপক রশীদ।

তিনি বলেন, “১৪০০ বছর আগে কোরআন শরীফ নাযিল হয়েছে। অতীতে অনেক বিশেষজ্ঞ আলেমগন কোরআনের তাফসীর করেছেন। হাদিসগুলো সংকলিত হয়ে গেছে ৪০০ বছরের মধ্যে। সেজন্য এটার যে নতুন করে ব্যাখ্যা হবে তা নয়। অপব্যখ্যা হতে পারে।”

অধ্যাপক রশীদ প্রশ্ন তোলেন, কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের মাস্টার্স ডিগ্রি কোন্‌ বিশ্ববিদ্যালয় দেবে? কারণ বিশ্ববিদ্যালয় ছাড়া কোন কর্তৃপক্ষ হতে পারে না।

তিনি আশা করেন, যেহেতু কওমী মাদ্রাসাগুলো এখন সরকারি স্বীকৃতির আওতায় এসেছে সেজন্য ধীরে-ধীরে হয়তো সরকারি নীতিমালা হবে এবং তারা যথাযথ ডিগ্রি পাবে।

কিন্তু মাদ্রাসা শিক্ষা নিয়ে ইসলামপন্থী সংগঠনগুলো যেভাবে একে অপরের বিরোধিতায় জড়িয়ে পড়ছে সেটি নিরসন হওয়া দরকার বলে মনে করেন তিনি।

“দেখা যাচ্ছে কেউ কারো রাজনৈতিক হাতিয়ার হচ্ছেন বা কেউ তার নিজের পরিচয়টাকে জাতীয় বা ধর্মীয় স্বার্থের চাইতেও বড় করে দেখছেন। আর্থিক লাভ-অলাভ, রাজনৈতিক সুবিধা, পাওয়া কী না পাওয়া - এসব বিষয়গুলো তো বিরোধিতার কারণ হিসেবে রয়েছে। যতটা না ধর্ম তাত্ত্বিক তার চেয়ে বেশি বৈষয়িক,” বলছিলেন অধ্যাপক রশিদ।

এদিকে, হেফাজতে ইসলাম এবং আহলে সুন্নতের নেতারা বলছেন ইসলামের মূল বিষয়গুলো নিয়ে তাদের মাঝে কোন মতপার্থক্য নেই । কিছু শাখা-প্রশাখা নিয়ে মতপার্থক্য আছে।

মুফতি ফয়জুল্লাহ বলেন, “এ জিনিসটাকে খুব বড় করে দেখার সুযোগ আছে বলে আমি মনে কারি না। আপনি চিটাগাং থেকে ঢাকা আসবেন। আপনি ফ্লাইটে আসবেন নাকি বাই রোডে (সড়ক পথে) আসবেন অথবা ট্রেনে আসবেন - সেটা আপনার বিষয়। এ ধরনের কিছু বিষয় নিয়ে আমি মনে করি যে কিছু বিরোধ থাকতে পারে যে আপনি কোন পথে চলবেন।”

বাংলাদেশ সময়: ৯:১৩:১৯   ৪০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ