আদালতের সামনের ভাস্কর্য অন্য কোথাও সরাতে বললেন প্রধানমন্ত্রী

Home Page » প্রথমপাতা » আদালতের সামনের ভাস্কর্য অন্য কোথাও সরাতে বললেন প্রধানমন্ত্রী
সোমবার, ১৭ এপ্রিল ২০১৭



বঙ্গ-নিউজ: বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্থাপিত ‘ন্যায়বিচারের প্রতীক হিসেবে চিহ্নিত গ্রিক ভাস্কর্য জাস্টিসিয়া’ অন্য কোথাও পুনঃস্থাপন করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘জাতীয় ঈদগাহ মাঠ থেকে নামাজে বসা অবস্থাতেও যেন মূর্তিটি দেখা না যায়।’

Sheikh Hasina bangladesh

১৭ এপ্রিল আজ সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের এক অনির্ধারিত আলোচনায় এমন নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘মূর্তিটি সরানোর বিষয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার কথা হয়েছে। বিষয়টি সমাধানের জন্য প্রধান বিচারপতিকে বলা হয়েছে।’

বৈঠক সূত্রে জানা গেছে, ‘আজ সোমবার মন্ত্রিপরিষদে এক বৈঠক শেষ করে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু আদালতের সামনের ভাস্কর্যের বিষয়টিতে দৃষ্টিপাত করেন।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্য করে তিনি বলেন, ‘গত শনিবার জাজেস কমপ্লেক্স উদ্বোধন করতে গিয়ে আপনি সুপ্রিম কোর্টের সামনের ভাস্কর্যটি সরাতে বলেছেন। আপনার এমন সিদ্ধান্তের জন্য ধন্যবাদ। মন্ত্রীর কথায় সভায় উপস্থিত আরো কয়েকজন সায় দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আসলে আলোচনা ছাড়াই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ভাস্কর্যটি স্থাপন করা হয়েছে। ন্যায়বিচারের প্রতীক গ্রিক দেবী থেমিস, কিন্তু সেটিতে আবার শাড়ি পরানো হয়েছে। গ্রিক দেবী কি শাড়ি পরতো?’

শেখ হাসিনা বলেন, ‘গত শনিবার মূর্তির বিষয়ে প্রধান বিচারপতির সঙ্গে একান্তে কথা হয়েছে। আমি সেটি সরিয়ে ফেলা বা এমনভাবে স্থাপন করতে বলেছি যেন ঈদগাহ থেকে দেখা না যায়। প্রধান বিচারপতি বিষয়টি বিবেচনা করবেন বলে জানিয়েছেন।’

বাংলাদেশ সময়: ২৩:০৫:৩২   ৪৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ