বিজ্ঞানীদের নতুন উদ্ভাবন কৃত্রিম ধমনী!

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » বিজ্ঞানীদের নতুন উদ্ভাবন কৃত্রিম ধমনী!
সোমবার, ১৭ এপ্রিল ২০১৭



বঙ্গ-নিউজঃ হার্ট অ্যাটাক কেন ঘটে? হৃৎপিণ্ডের ধমনী ব্লক হয়ে গেলে (করোনারি আর্টারি ডিজিজ) অর্থাৎ রক্তবাহী নালী দিয়ে হৃৎপিণ্ড থেকে পরিশোধিত রক্ত দেহের বিভিন্ন অংশে সরবরাহের কাজটা বাঁধাপ্রাপ্ত হলে হার্ট অ্যাটাক ঘটে।সুখবর হচ্ছে, হার্ট অ্যাটাকের সমস্যা বোধহয় এবার শেষ হতে চললো। কেননা বিজ্ঞানীরা কৃত্রিম ধমনী তৈরি করতে সক্ষম হয়েছেন! যুগান্তকারী এই আবিষ্কারের ফলে হার্ট অ্যাটাকের রোগীদের আর হার্ট অ্যাটাকের ঝুঁকি নিয়ে চিন্তিত থাকতে হবে না। কেননা কৃত্রিম ধমনীর মধ্যে দিয়ে কোনো বাধা, বিপত্তি ছাড়াই প্রবাহিত হতে পারবে রক্ত। এর চেয়েও বিস্ময়কর ব্যাপার হচ্ছে, ছোট টিউবের মতো এই কৃত্রিম ধমনী মানবদেহে স্থাপন করার পর তা বাড়তে থাকবে প্রাকৃতিক নিয়মেই!

আমেরিকার মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের কলেজ অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর বায়োমেডিক্যাল ই়ঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক রবার্ট ট্রাঙ্কুইল্লোর নেতৃত্বে একটি গবেষকদল সম্প্রতি এই কৃত্রিম ধমনী আবিষ্কার করেছেন। যা বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছে। গবেষণাপত্রটি ছাপা হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান জার্নাল ‘নেচার-কমিউনিকেশন্স’-এ। আলোচিত এই গবেষণাপত্রটির শিরোনাম- ‘টিস্যু ইঞ্জিনিয়ারিং অব আসেলুলার ভাসকুলার গ্র্যাফ্টস কেপাব্‌ল অব সোম্যাটিক গ্রোথ ইন ইয়ং ল্যাম্বস’।

বিজ্ঞানীরা পরীক্ষামূলকভাবে তাদের আবিষ্কৃত কৃত্রিম ধমনী ভেড়ার শরীরে বসিয়ে গবেষণায় সফল হয়েছেন। ছোট একটি ভেড়ার শরীরে কৃত্রিম ধমনী বসিয়ে বিজ্ঞানীরা দেখেছেন, ওই ভেড়ার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার শরীরের কোষ, কলাগুলো যেমন একটু একটু করে বেড়েছে, তেমনি তা ভেড়ার শরীরে বসানো কৃত্রিম ধমনীটিকে একটু একটু করে বাড়িয়েছে। শরীরের ভেতরে বসানো কোনো কৃত্রিম অঙ্গের এভাবে শরীরেই আপনাআপনি বেড়ে ওঠার ঘটনা রীতিমতো বিস্ময়কর।

বিজ্ঞানীরা জানান, শরীরের মধ্যে রক্তস্রোতের জন্য যেন তা ফেটে না যায়, সেজন্য স্বাভাবিক ধমনীর চেয়ে কৃত্রিম ধমনীকে করা হয়েছে দ্বিগুণ শক্তিশালী। মানুষের শরীরে বসিয়ে তার কার্যকারিতা প্রমাণের পরীক্ষা-নিরীক্ষাও শুরু হবে খুব শিগগিরই।

কয়েক বছরের মধ্যেই হয়তো হার্ট অ্যাটাকের রোগীরা নিশ্চিতে সুস্থ থাকতে সক্ষম হবেন বিস্ময়কর কৃত্রিম ধমনীর কল্যানে।

বাংলাদেশ সময়: ১৯:৫৮:০০   ৩৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিজ্ঞান-প্রযুক্তি’র আরও খবর


ব্যবহৃত ল্যাপটপ ওয়ারেন্টিসহ বিক্রি করছে Device mama
ইতিহাসে প্রথম, ল্যাবে তৈরি রক্ত মানুষের দেহে !
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
যবিপ্রবির ৯ কর্মকর্তা-কর্মচারীর সনদ জাল- আইনি ব্যবস্থা গ্রহণ
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
মোবাইল ব্যাংকিং এখন গ্রাহক সংখ্যা ১৮ কোটি ছাড়িয়ে গেছে এবং দৈনিক লেনদেনও ৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে
চাঁদের উদ্দেশে নাসার রকেট উড়াল দেবে
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছাড়বে রাশিয়া
“Whatsapp” এ কল রেকর্ড করবেন যেভাবে ?
তাইওয়ান সীমান্তে চীনা যুদ্ধবিমান; ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর

আর্কাইভ