তামিম চৌধুরীর মরদেহ চাইছে কানাডা

Home Page » প্রথমপাতা » তামিম চৌধুরীর মরদেহ চাইছে কানাডা
সোমবার, ১৭ এপ্রিল ২০১৭



 tamim ahmed terrorist

বঙ্গ-নিউজঃ গুলশানের হলি আর্টিসান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলার ‘পরিকল্পনাকারী’ তামিম আহমেদ চৌধুরীর মৃতদেহ কানাডায় ফেরত নিতে চায় কানাডীয় দূতাবাস। নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের অভিযানে নিহত তামিমের মৃতদেহ তাঁর কানাডাপ্রবাসী পরিবারকে ফেরত দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে কানাডার হাইকমিশন।

তামিমের মরদেহ ফেরত চেয়ে কানাডার হাইকমিশন স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে একাধিক চিঠি লিখেও কোন সাড়া পায়নি বলে অভিযোগ করে। সর্বশেষ চিঠিতে তারা সরকারের কাছে ব্যাখ্যা চেয়ে জানতে চায়, কেন তামিমের মরদেহ ফেরত দেওয়া হচ্ছে না? অনেকবার অনুরোধ করার পরও হাইকমিশনকে তামিমের ব্যাপারে কেন কোনো তথ্য দেওয়া হয়নি, সে ব্যাপারেও ব্যাখ্যা চাওয়া হয়েছে।

ঢাকার কানাডীয় হাইকমিশনের ভাষ্যমতে, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে হাইকমিশন জানতে পারে, তামিম চৌধুরী নামে কানাডার একজন নাগরিক পুলিশের অভিযানে নিহত হয়েছেন। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তামিমের পুরো পরিচয় নিশ্চিত করতে তথ্য দিয়ে সহায়তা করার জন্য বাংলাদেশ কর্তৃপক্ষকে বারবার অনুরোধ জানায় তারা।

একই সঙ্গে তামিমের মরদেহের কী হবে, সে ব্যাপারে বাংলাদেশের সিদ্ধান্ত জানতে চেয়েছিল হাইকমিশন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কানাডার হাইকমিশনের এই চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। এরপর থেকে নানাভাবে তারা তামিমের বিষয়ে তথ্য চেয়েছে। কিন্তু স্বরাষ্ট্র বা পররাষ্ট্র মন্ত্রণালয় হাইকমিশনকে কিছুই জানায়নি।

এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘তামিম নিহত হওয়ার পর পত্রিকায় ছবি দিয়ে তাঁর লাশ পরিবারকে নিতে বলা হয়েছে। যখন কেউ নেয়নি, আমরা আঞ্জুমানে মুফিদুলে লাশ হস্তান্তর করেছি। এখন তাদের যদি প্রয়োজন হয়, সেখান থেকে নিয়ে যাবে, এটা নিয়ে এত ব্যাখ্যার কী আছে?’

বাংলাদেশ সময়: ১৫:৪১:৩৮   ৩৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ