মগবাজার-মৌচাক ফ্লাইওভারের নির্মাণব্যয় আবারও বাড়লো

Home Page » অর্থ ও বানিজ্য » মগবাজার-মৌচাক ফ্লাইওভারের নির্মাণব্যয় আবারও বাড়লো
সোমবার, ১৭ এপ্রিল ২০১৭



বঙ্গ-নিউজ: আবারও বাড়ল মগবাজার-মৌচাক ফ্লাইওভারের নির্মাণব্যয়। রোববার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে মন্ত্রিসভা কমিটির একটি সভায় ব্যয় বাড়ানো সংক্রান্ত এ প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

Flyover death

নতুন সিদ্ধান্তে মৌচাক অংশের ফ্লাইওভার নির্মাণে ১০৮ কোটি ৪০ লাখ টাকা বাড়ানো হয়েছে। এর আগে ফ্লাইওভারের এই অংশের নির্মাণ ব্যয় ছিল ৩৪৩ কোটি ৭০ লাখ টাকা। নতুনভাবে ব্যয় বাড়ানোয় এর নির্মাণ ব্যয় বেড়ে দাঁড়ালো ভ্যাটসহ ৪৫২ কোটি ১০ লাখ টাকায়।

নির্মাণব্যয় বাড়ার কারণ হিসেবে স্থানীয় সরকার বিভাগের সারসংক্ষেপে বলা হয়, প্রকল্প এলাকায় বিভিন্ন সেবা (পানি, গ্যাস, বিদ্যুৎ ও স্যুয়ারেজ লাইন) প্রদানকারী সংস্থার অবকাঠামো থাকায় প্রতিটি ফাউন্ডেশনের পৃথক নকশা প্রণয়ন করায় পাইল সংখ্যা, দৈর্ঘ্য ও ক্যাপের আকার বৃদ্ধি এবং ভূমিকম্প সহনীয় করার জন্য ফ্লাইওভারে পট বিয়ারিং ও শক ট্রান্সমিশন ইউনিট সংযোজনের কারণে ব্যয় ও সময় বেড়েছে।

এর আগে গত ডিসেম্বরে এই ফ্লাইওভারের নির্মাণ ব্যয় ২৭০ কোটি টাকা বাড়ানো হয়েছিলো। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের ‘কনস্ট্রাকশন অব ফ্লাইওভার ব্রিজ ইন ঢাকা (মগবাজার-মৌচাক)’ প্রকল্পটিতে মোট ব্যয় ধরা হয় এক হাজার ২১৯ কোটি টাকা। বাস্তবায়নের সময় ধরা হয়েছিল ২০১১ থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত। কিন্তু এখনও এটির নির্মাণকাজ শেষ হয়নি।

বাংলাদেশ সময়: ৮:৪৭:৪৬   ৩১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ