” ১লা বৈশাখে আসিফ আকবর ও মোহনার “এই শোন ” দুই মিলিয়ন ছাড়িয়ে মেলোডিতে শীর্ষে…..

Home Page » বিনোদন » ” ১লা বৈশাখে আসিফ আকবর ও মোহনার “এই শোন ” দুই মিলিয়ন ছাড়িয়ে মেলোডিতে শীর্ষে…..
শনিবার, ১৫ এপ্রিল ২০১৭



received_1909421905965697.jpegreceived_7626614472370662.jpegওমর সানি- বঙ্গ-নিউজঃ ”বাংলা গানের যুবরাজ আসিফ আকবর ও মোহনা নিশাদের “এই শোন ” শিরোনামের গানটি ইতিমধ্যে স্রোতামহলে ব্যাপক সাড়া ফেলেছে,,,  বলা চলে সগৌরবে চলছে সারা বাংলায় ও ইউটিউবে,,                                 **গানটির প্রসংঙে গীতিকার জীবন মাহমুদ বলেন,,,গান পাগলদের ভালবাসায় মুগ্ধ আমি,,,চেষ্টা করেছি ভাল কিছু উপহার দিতে,,,ফলাফল হিসেবে পেয়েছি গান পাগলদের অকৃত্রিম ভালবাসা,, নতুন প্রজন্মকে ভবিষ্যত এ ও আরো ভাল কিছু দেওয়ার চেষ্টা করবো।।                                                                                                                                 **গানটির প্রসংঙে সুরকার মাহফুজ ইমরান বলেন,,,,গানটি বর্তমানে মেলোডির শীর্ষ স্থানে,,,আমি সফল,,আমাদের পুরো টিম সফল,,, ভালকিছু উপহার দিতে পেরে সত্যিই আমি ধন্য,, গানটির কম্পোজ করেছেন মুশফিক লিটু,,, গানটির জন্য সবচেয়ে বড় অবদান বাংলা সংঙীতের যুবরাজ আসিফ আকবর ও মোহনা নিশাদের,,,,,যুবরাজ আসিফ আকবর যেন গানটিতে সুরের মধু ঢেলে দিয়েছেন,,কৃতজ্ঞতা ও ভালবাসা যুবরাজ আসিফ আকবর ও মোহনা নিশাদের জন্য। গতকালের ১ লা বৈশাখের একটি কনসার্টে “এই শোন” গানটি করেন নবীন মুখ “ওমর সানি ও সানজানা সানজু” আমি সত্যি অবাক দর্শকের সাড়া দেখে,,উনারা দুজন খুব ভাল গেয়েছেন,,এটা আমার কাছে এক বড় পাওয়া,,সত্যিই আমি মুগ্ধ  স্রোতাদের ভালবাসা পেয়ে,,আশা করি ভবিষ্যতে ও স্রোতাদের ভালকিছু দেওয়ার চেষ্টা করবো,,                                                                     ** যুবরাজ আসিফ আকবরের বিপরীতে গাওয়া কণ্ঠশিল্পী “মোহনা নিশাদ” বলেন,,যুবরাজ আসিফ আকবর ভাইয়ার সাথে কাজ করা আমার এক বড় পাওয়া,,,আসিফ ভাইয়ার সাথে এটা ছিলো আমার ২য় গান,,এই শোন গানটি একটু ডিফারেন্ট টাইপের,,গানটি নিয়ে আমরা অনেক আশাবদী,,ইতিমধ্যে আমরা অনেক ভাল রেসপন্স ও পেয়েছি বটে,,এই বৈশাখে গানটি মেলোডিতে শীর্ষ স্থান দখল করে দুই মিলিয়ন ছাড়িয়ে গেছে,,আমি সত্যি ধন্য স্রোতাদের ভালবাসায়,,সবাইকে সাথে নিয়ে, সবার দোয়া নিয়ে, আরো সামনে এগিয়ে যেতে চাই,,                                                                         গানটির প্রসংঙে স্রোতামহল থেকে এম এইচ মনির,স্বপ্নবিলাসী ইমন”সানাউল্লাহ সানি,,মাহমুদ হাসান সবুজ,,আসিফ নবী,,ফরিদ খান, এম আর খোকন,,,দিদারুল হক সজীব,,,সানজানা সানজু,,মন ফড়িং,,, আল আমিন,,,এবং আরো অনেকে বলেন,,,এই শোন গানটি সত্যি ডিফারেন্ট টাইপের,,,গানটির সুর ও কথা যেকারো মন কেড়ে নেওয়ার মত,,,,,আমরা সি এম ভির কাছে করোজোরো অনুরোধ করবো গানটিকে বেশি বেশি প্রচার করে গনমাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য,,গানটি ইতিমধ্যে ২ মিলিয়ন ছাড়িয়ে গেছে,,আমরা চাই মিডিয়াতে অধিক প্রচারের মাধ্যমে ২ মিলিয়ন থেকে কোটিতে পৌঁছে যাক,,,,,,,,,তাদের গতকালের বৈশাখের মিলনমেলায় এমনটাই বলেন তারা। 

বাংলাদেশ সময়: ১২:৪৪:৩৬   ৫৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ