খালেদার মতো চুপকে চুপকে কিছু করি নাই:প্রধানমন্ত্রী

Home Page » প্রথমপাতা » খালেদার মতো চুপকে চুপকে কিছু করি নাই:প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭



বঙ্গ-নিউজ:সাম্প্রতিক ভারত সফর নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনার জবাবে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, তিনি লুকিয়ে কোনো চুক্তি করেননি বরং সব প্রকাশ্যেই করেছেন।

prime minister sheikh hasina

গতকাল বুধবার প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে প্রতিক্রিয়া জানাতে সাংবাদিকদের মুখোমুখি হন খালেদা জিয়া। সেখানে তিনি অভিযোগ করেন যে, জনগণকে সম্পূর্ণ অন্ধকারে রেখেই আওয়ামী লীগ সরকার চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

এই বক্তব্যের প্রতিক্রিয়ায় গণভবনে আওয়ামী লীগের কাযনির্বাহী সংসদের সভায় শেখ হাসিনা বলেন, ‘উনার মতো তো আমরা চুপকে চুপকে করি নাই, চুপি চুপি করি নাই।’

তিনি বলেন, বিএনপি নেত্রী আজকে সংবাদ সম্মেলনে বলেছেন, জনগণকে নাকি সম্পূর্ণ অন্ধকারে রেখেই আমরা সমঝোতা স্মারক করেছি। আমি শুধু তাকে একটা কথা জিজ্ঞেস করি, ডিফেন্স চুক্তি যখন চীনের সঙ্গে করেছিল, তখন কার সাথে আলোচনা করে উনি করেছিলেন। কেউ তো দেখেনি।’

ভারতের সঙ্গে চুক্তি করার আগে তা মন্ত্রিসভায় তোলা হয়েছিল জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, চুক্তি ও সমাঝোতা স্মারকের সবকিছুই যৌথ বিবৃতিতে প্রকাশ করা হয়েছে। লুকিয়ে করা হলো কোথায়?

ভারতের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি-সমঝোতা স্মারকে বাংলাদেশই লাভবান হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমরা সেখান থেকে বিদ্যুত আনতে পারব, পাইপলাইনে ডিজেল নিয়ে আসব, এলএনজি নিয়ে আসার মাধ্যমে গ্যাসের সমস্যার সমাধান হবে।

তিস্তার পানি বন্টন চুক্তি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আমি না হয় তিস্তার পানি আনতে পারিনি। খালেদা জিয়াও তো ক্ষমতায় ছিল। সে ক্ষমতায় থাকতে তিস্তার পানি আনতে পারে নাই কেন? সে জবাবটা আগে দিক।

ধর্ম নিয়ে রাজনীতি করা প্রসঙ্গে তিনি বলেন, ‘ধর্ম আমি পালন করি, ধর্ম আমি মেনে চলি। ধর্ম নিয়ে রাজনীতি করি না। রাজনীতি বিএনপিই করে, খালেদা জিয়াই করে। মুখে বিসমিল্লাহ বলে দুনিয়ার মিথ্যা কথা বলে। আজকে কওমি মাদ্রাসার সনদের ব্যাপারে ঘোষণা দিয়েছি বলে উনার গায়ে জ্বালা ধরেছে। উনারা নাকি ধর্ম পালন করে, আমি নাকি ধর্ম পালন করি না। এরকমই ধর্ম পালন করে যে, এক হাতে গ্লাস, আরেক হাতে ধর্ম। বিসমিল্লাহ বলে একঢোক খেয়ে আর কোরআন শরিফ পুড়িয়ে, মানুষ হত্যা করে।

বাংলাদেশ সময়: ১৫:৪১:৩৬   ৩৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ