নববর্ষ উদযাপনের সঙ্গে ধর্মের যোগসূত্র নেই:প্রধানমন্ত্রী

Home Page » জাতীয় » নববর্ষ উদযাপনের সঙ্গে ধর্মের যোগসূত্র নেই:প্রধানমন্ত্রী
বুধবার, ১২ এপ্রিল ২০১৭



বঙ্গ-নিউজ:  বাংলা নববর্ষ উদযাপনের সঙ্গে ধর্মের কোনো যোগসূত্র নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘নববর্ষ আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য। এটা যুগ যুগ ধরে হয়ে আসছে। সব ধর্মের মানুষ একসঙ্গে বাংলা বছরের প্রথম দিন উদযাপন করে।’

Sheikh Hasina brifing

১২ এপ্রিল বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে নরসিংদী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শপথ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রাসহ নানা অনুষ্ঠান ‘অনৈসলামিক ও হিন্দুয়ানি’ আখ্যা দিয়ে তা বন্ধের দাবি জানিয়ে আসছে কয়েকটি ইসলামী সংগঠন। এসব দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, ‘মঙ্গলবার মানে কি হিন্দুবার? যদি তা না হয় তবে মঙ্গলশোভা যাত্রা মানে হিন্দুদের যাত্রা হয় কি করে? এটা বাঙালি সংস্কৃতি। অনেক দেশেরই এমন নিজস্ব সংস্কৃতি থাকে।’

নববর্ষ বরণের অনুষ্ঠান নিয়ে হেফাজতের মতো ইসলামী সংগঠনের বক্তব্যে আপত্তি জানিয়ে তিনি বলেন, ‘এ ধরনের মন্তব্য ‘বিভ্রান্তিকর’। এ অনুষ্ঠান নিয়ে বিভ্রান্তি দূর করতে সবার প্রতি সতর্ক থাকারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, পহেলা বৈশাখ বাঙালির নববর্ষ হিসেবে মুঘল আমল থেকেই পালন করা হচ্ছে। মঙ্গল শোভাযাত্রা মুঘল আমল থেকেই শুরু হয়। মঙ্গল কোনো হিন্দুয়ানি শব্দ না।’ তিনি জানান, বাংলা বছরের শেষ দিন চৈত্র সংক্রান্তিতে হালখাতা করার প্রচলনের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, পহেলা বৈশাখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হবে। ইউনেস্কো কর্তৃক এই মঙ্গল শোভাযাত্রাকে স্বীকৃতি দেওয়ায় এবারের মঙ্গল যাত্রায় বড় ধরনের প্রস্তুতি নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ১৪ এপ্রিল শুক্রবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় থেকে শুরু হবে মঙ্গল শোভাযাত্রাটি।

বাংলাদেশ সময়: ২৩:৩৪:২৩   ৩৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ