মাশরাফির সমর্থনে ভক্তদের মানববন্ধন

Home Page » ক্রিকেট » মাশরাফির সমর্থনে ভক্তদের মানববন্ধন
বুধবার, ১২ এপ্রিল ২০১৭



বঙ্গ-নিউজ: ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার টি-টোয়েন্টিতে ফিরে আসার দাবিতে শাহবাগে মানববন্ধন করেছে তার ভক্তরা। মনববন্ধন করে মাশরাফিকে টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরে আসার আহ্বান জানান তারা। ভক্তদের দাবি, মাশরাফি যেন আবার ফিরে আসেন এবং অবসর নিতে হলে দেশের মাটিতে অবসর নেন। বিদেশের মাটিতে দেওয়া অবসরের ঘোষণা তিনি যেন প্রত্যাহার করে নেন।

human chain for mash

১১ এপ্রিল মঙ্গলবার বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে মানববন্ধনে দাড়িয়ে মাশরাফির প্রতি এই অনুরোধগুলো তুলে ধরেন মাশরাফি ফ্যানস ক্লাবের মাশরাফি ভক্ত সমর্থকরা।

মানবন্ধনে শাহীন নামে এক ভক্ত বলেন, ‘ক্রিকেটের মধ্যে রাজনীতি আনবেন না। আমরা দেখেছি, একজন ব্যক্তির ব্যক্তিগত পছন্দ অপছন্দের কারণে ক্রিকেটারদের বাদ দেওয়া হয়। তাদেরকে টিমে রাখা হয় না। ওই ব্যক্তির সাথে একটু দূরত্ব হলেই কোন কারণ ছাড়াই খেলোয়াড়দের বঞ্চিত করা হয়। এটা অত্যন্ত দুঃখ জনক। আমরা দাবি জানাচ্ছি ক্রিকেটারদের পারফরমেন্সের উপর ভিত্তি করে টিম গঠন করা হোক। কোন ব্যক্তির পছন্দ বা অপছন্দের জন্য যাতে কাউকে বাদ দেয়া না হয়। খেলোয়ারদের ব্যক্তিগত ত্রুটির সাজা ভিন্নভাবে হোক। খেলা থেকে বাদ দিয়ে নয়।’

অপর একজন ভক্ত বলেন, ‘মাশরাফির কি এমন দুঃখ যে, তাকে হঠাৎ করে বিদেশের মাটিতে অবসর নিতে হলো? আমরা মাশরাফিকে চাই। আমাদের বিশ্বাস মাশরাফি ভাই আবর ফিরে আসবেন। তিনি অবসর নিতে হলে দেশের মাটিতে নিবেন। আমরা তাকে ফুল দিয়ে বিদায় জানাবো। মাশরাফি ভাইকে সংবর্ধনা দিয়ে আমরা আনুষ্ঠানিক বিদায় জানাবো এভাবে নয়। আমরা অনুরোধ করছি আপনি ফিরে আসুন।’

অপর একজন বলেন, ‘বিসিবি কি করছে? তারা কি মাশরাফির পদ ত্যাগ মেনে নিয়েছে? পদত্যাগ যদি তারা গ্রহণই করে থাকে তবে মাশরাফি কেন সংবর্ধনা দেয়া হচ্ছে না? মাশরাফি বাংলাদেশ ক্রিকেটের অহংকার। যিনি শুধু মাঠে দাড়িয়ে থাকলে বাকি ১০ জন খেলোয়ার বুকে সাহস পান, চোখে স্বপ্ন দেখেন, বাহুতে শক্তি পন। আমরা মাশরাফি ভাইকে জাতীয় বীরের সংবর্ধনা দিতে চাই।’

ঘণ্টা ব্যাপি মানববন্ধনে শতাধিক ভক্ত উপস্থিত হয়ে মাশরাফি দলে ফেরার আহ্বান জানান। এসময় মানববন্ধনের সাথে দলে দলে সংহতি প্রকাশ করে আরো কয়েকটি সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, মাশরাফি ভক্ত ও নড়াইল জেলা ভিক্তিক শিক্ষার্থীদের সংগঠন চিত্রার সদস্যরা পৃথক পৃথক ব্যানার হাতে মাশরাফির সমর্থনে মানববন্ধনে অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৪:০৬:০০   ৩১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ