সংস্কৃত ভাষায় আইপিএলের ট্রফিতে যা লেখা আছে।

Home Page » ক্রিকেট » সংস্কৃত ভাষায় আইপিএলের ট্রফিতে যা লেখা আছে।
মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭



বঙ্গ-নিউজ:  জমে উঠেছে এবারের আইপিএল। কিন্তু এই টুর্নামেন্টের ট্রফিটা নিয়ে আছে অনেকের কৌতুহল। কী আছে ক্রিকেট দুনিয়ার সবচেয়ে দামী এই ঘরোয়া টুর্নামেন্টের ট্রফিটিতে? আবার প্রাচীন সংস্কৃত ভাষায় কী কথা খোদাই করা আছে ট্রফিটিার গায়ে? আসুন দেখে নেওয়া যাক।

secret things about ipl trophy

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল সময়ের সঙ্গে তাল মিলিয়ে বদল এসেছে অনেক। ২০০৮-এ যাত্রা শুরু করে প্রথমবার শেন ওয়ার্নের রাজস্থান রয়্যালস টুর্নামেন্টের প্রথম চ্যাম্পিয়ন হয়। সেবার শেন ওয়ার্নদের হাতে যে ট্রফিটা উঠেছিল, সেটা তৈরি করা হয়েছিলো ভারতের মানচিত্রের আদলে।

আইপিএলের পরবর্তী দুই আসরে ব্যবহৃত হয়েছে আগের ট্রফিটিই। কিন্তু ২০১১ সালের আইপিএলে ট্রফিটির আমূল পরিবর্তন ঘটানো হয়, দেওয়া হয় ভিন্নরূপ। এরপর ছয় বছর ধরে দেয়া হচ্ছে নতুন ট্রফি। যা মোটেই সাধারণ নয়।

আইপিএলের বর্তমান ট্রফিতে সংস্কৃত ভাষায় খোদাই করে লেখা আছে- ‘যাত্র প্রতিভা অবসরা প্রাপনোতিহি’, যার বাংলা অর্থ হলো, এখানে সুযোগ ও প্রতিভা এসে মিশে যায়।

ট্রফিতে খোদাই করা লেখাটা সত্য পরিণত হয়ে আসছে গত দশ বছর ধরে। প্রতি বছরই আইপিএল থেকে বেরিয়ে আসছেন বেশ কয়েকজন প্রতিভাধর ক্রিকেটার। যারা জায়গা করে নিয়েছেন ভারতের জাতীয় দলেও।

বাংলাদেশ সময়: ২০:৪১:১১   ৩২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ