শীঘ্রই জাতীয় পার্টির সঙ্গে ৩০ থেকে ৪০টি রাজনৈতিক দল জোটবদ্ধ হচ্ছে-এরশাদ

Home Page » সারাদেশ » শীঘ্রই জাতীয় পার্টির সঙ্গে ৩০ থেকে ৪০টি রাজনৈতিক দল জোটবদ্ধ হচ্ছে-এরশাদ
মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭



 

নরসিংদী প্রতিনিধি, বঙ্গ-নিউজঃ :

সোমবার নরসিংদী জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ৩০ থেকে ৪০টি রাজনৈতিক দল আমার সঙ্গে যোগাযোগ করেছে। আশা করি এ মাসেই মধ্যেই নতুন জোটের ঘোষণা দিতে পারবো।  নরসিংদী পৌর ঈদগাহ ময়দানে আয়োজিত এ সম্মেলনে দেশবাসীর কাছে আহব্বান জানিয়ে হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, হয়তো এটিই আমার শেষ নির্বাচন। আমাকে আরেকবার সুযোগ দিন। ক্ষমতায় গেলে আমি একটি সুখি ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলবো। এ সময় আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেয়ার ঘোষণা দেন হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি আরও বলেন, আমরা শক্তি সঞ্চয় করছি, দেখাতে চাচ্ছি জনগণ আমাদের সঙ্গে আছে। আমাদের শক্তি আছে। দেশ চালানোর মতো আমার যোগ্যতা আছে।

তিনি বলেন, দেশে আজ সুখ, শান্তি সুশাসন আর নিরাপত্তার অভাব। প্রতিদিন মানুষ মরছে। প্রতিদিন লাশ পড়ছে। অতীতে আর কখনো এতো লাশ পড়েনাই। একের পর এক মায়ের বুক খালি হচ্ছে। আমরা কজনইবা এই খবর রাখছি। আমাদের শাসন আমলে দেশে সুখ-শান্তি ও সুশাসন ছিল। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে দেশে সুশাসন ও মানুষের নিরাপত্তা ফিরে আসবে।
তিনি বলেন, আমি অনেক বছর ক্ষমতায় নেই। তারপরও এই দেশের মানুষ আমাকে অনেক ভালবাসে। এই জনসমাবেশেই এর প্রমাণ।

তিনি বলেন, দেশে আজ রাজনীতি নেই। একটি দল অফিসে বসে বক্তব্য রাখেন। বাইরে তাদের কোন কর্মকান্ড নাই। একমাত্র জাতীয় পার্টি দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে বেড়াচ্ছে দলকে শক্তিশালী করার জন্য। আমার বিশ্বাস জনগণকে সংঘটিত করতে পারলে আগামী দিনে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে।

তিনি বলেন, আমাদের কোন বন্ধু নেই। আমাদের বন্ধু আপনারা, জনগণ-কৃষকরা। জনগণ পাশে থাকলে খুন-গুমের হাত থেকে দেশকে রক্ষা করবো। তিনি বলেন, ৯০ সালে গণতন্ত্র রক্ষায় স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিয়েছিলাম। আমার বিশ্বাস ছিল আমি নির্বাচন করতে পারলে আবার ক্ষমতায় আসবো। কিন্তু আমাকে নির্বাচন করতে না দিয়ে জেলে পাঠানো হলো, আমি ৬ বছর জেলে ছিলাম। আমি কারও সঙ্গে কথা বলতে পারিনি। তারা চেয়েছিল আমাকে জেলখানাতে হত্যা করতে। কিন্তু আল্লাহর রহমতে আমি বেঁচে আছি। যারা আমাকে হত্যা করতে চেয়েছিল তারাই আজ হারিয়ে গেছে।

এরশাদ বলেন, ৯৬ সালে বিএনপি আমার কাছে সমর্থন চেয়েছিল। তারা আমাকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব দিয়েছিল। কিন্তু আমি তাদের প্রস্তাব প্রত্যাখান করেছি। আওয়ামী লীগকে সমর্থন দিয়েছি। আওয়ামী লীগ আমার সমর্থন নিয়ে ক্ষমতায় আসলেও তারা আমার প্রতিও সুবিচার করেনি।
তিনি বলেন, ২৫-৩০ বছর ধরে আমার বিরুদ্ধে অসংখ্য মামলা ঝুলছে। আওয়ামী লীগ-বিএনপি যারাই যখন ক্ষমতায় এসেছে তারা তাদের দলীয় লোকজনের অসংখ্য মামলা প্রত্যাহার করেছে। কিন্তু আমার একটিও মামলা প্রত্যাহার করা হয়নি। আমার প্রতি কেউ সুবিচার করেনি।

এরশাদ বলেন, মানুষ পরিবর্তন চায়, তারা জাতীয় পার্টিকে আবার ক্ষমতায় দেখতে চায়। একটি কথা মনে রাখতে হবে, দুর্বলের সঙ্গে কেউ হাত মেলায় না। জাতীয় পার্টি শক্তিশালী হলে আগামীতে অবশ্যয় ক্ষমতায় যাবে।

তিনি দেশবাসীর প্রতি আহব্বান জানিয়ে বলেন, আমার হাতকে শক্তিশালী করুন। আমরা ক্ষমতায় যাব। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে দেশের মানুষ শান্তিতে ও সুখে থাকবে। এসময় বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় পার্টির মহাসচিব সাবেক মন্ত্রী এ বি এম রুহুল আমিন হাওলাদার এমপি বলেন, গ্রামে গঞ্জে একটার আওয়াজ উঠেছে, তারা জাতীয় পার্টিকে আবার ক্ষমতায় দেখতে চায়। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এই দেশের সকল উন্নয়নের উদ্যোক্তা।

বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, জাতীয় মহিলা পার্টির সভানেত্রী ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি বলেন, স্বাধীনতার পর বাংলাদেশের যত উন্নয়ন হয়েছে, তা একমাত্র এরশাদ সরকারের আমলেই হয়েছে। তিনি আরও বলেন, এই নরসিংদী জেলা আগে মহুকুমা ছিল। হুসেইন মুহম্মদ এরশাদ নরসিংদীকে জেলায় রূপান্তরিত করেছিলেন। নরসিংদীর প্রশাসনিক ভবন, এলজিইডি ভবন, নতুন নতুন রাস্তাঘাট, ব্রীজ-কালভার্ট সব জাতীয় পার্টির আমলেই তৈরী হয়েছে।

তিনি বলেন, মানুষের জীবনে আজ কোন নিরাপত্তা নেই। গুম, খুন আর দুর্নীতিতে সারা দেশ ছেয়ে গেছে। বৈদেশিক বিনিয়োগ বন্ধ। যুব সমাজের কর্মসংস্থান নেই। এই দমবন্ধ পরিবেশ থেকে দেশকে মুক্ত করতে হবে। এজন্য জাতীয় পার্টিকে সংগঠিত করতে হবে। এরশাদের শাসনামলের সুন্দর দিনগুলোর কথা দেশবাসীর কাছে ছড়িয়ে দিতে হবে।

সম্মেলনকে ঘিরে নরসিংদী শহরকে বর্ণাঢ্য সাজে সাজানো হয়। ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনা থেকে সম্মেলনস্থল পর্যন্ত কেন্দ্রীয় নেতাদের অভিনন্দন জানাতে প্রায় ৪০টি তোরণ তৈরী করা হয়। একই সঙ্গে সারা শহর জুড়ে লাগানো হয় ব্যানার-ফেস্টুন। বেলা একটার দিকে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, মহাসচিব রুহুল আমিন হাওলাদারসহ দলের কেন্দ্রীয় নেতারা নরসিংদীতে আসেন। স্থানীয় নেতা-কর্মীরা শতাধিক মোটর সাইকেলের বহর নিয়ে পাঁচদোনা থেকে তাদের বরণ করেন। সম্মেলণ উপলক্ষে নেতা-কর্মীদের মাঝে বিরাজ করে উৎসাহের আমেজ। ছিলো সাজ সাজ রব। শহর এলাকা ছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যাক নেতা-কর্মী মিছিল সহকারে সম্মেলনে যোগ দেন। বিকেল গড়াতেই সম্মেলনস্থল নেতা-কর্মীদের পদচারণায় মুখর হয়ে উঠে। এসময় অনেকের হাতে নানা রঙ্গের ব্যানার, ফেষ্টুন, দলীয় পতাকা, দলীয় প্রতীক লাঙ্গল শোভা পায়।

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলার সভাপতি শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী, আলমগীর শিকদার লোটন, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন ভুইয়া এমপি, কেন্দ্রীয় নেতা আবু সাঈদ স্বপন, ইঞ্জিনিয়ার এম এ সাত্তার, জাতীয় মহিলা পার্টির সাধারণ সম্পাদক অনন্যা হোসাইন মৌসুমী, জাতীয় ছাত্র সমাজের সভাপতি সৈয়দ ইফতেখার আহসান হাসান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু।

জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূইয়ার সঞ্চালনায় কেন্দ্রীয় নেতা ছাড়াও এ সময় জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি অ্যাডভোকেট রেজাউল করিম বাছেদ, সহ সাধারণ সম্পাদক ওমর ফারুক মিয়া, ফররুখ আহমেদ প্রমূখ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চেয়ারম্যানের উপদেস্টা নাজমা আক্তার, সহ-সভাপতি হিনা খান পন্নী, নুরুল ইসলাম নুরু, জসিম উদ্দিন ভুইয়া, জাতীয় শ্রমিক পার্টির সভাপতি একেএম।

বাংলাদেশ সময়: ১৫:৫৭:২৭   ৩৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সারাদেশ’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত ওসমানীনগরের অতিরিক্ত পুলিশ সুপার রফিক
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
রাস্তায় সমাবেশের অনুমতি দেয়া যাবে না বিএনপিকে : ডিএমপি কমিশনার
জানুয়ারি থেকে স্কুলে কোডিং, ডিজাইন ও অ্যানিমেশন শেখানো হবে :শিক্ষামন্ত্রী
দেশ বাঁচাতে নৌকায় ভোট দিন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১ মাস সময় বাড়ল আয়কর রিটার্ন দাখিলের
প্রকাশ হলো ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি , পদসংখ্যা ২৩০৯
সোহরাওয়ার্দীতে যে ২৬ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি প্রদান

আর্কাইভ