বঙ্গ-নিউজঃ দীর্ঘদিন ধরেই আড়ালে ছিলেন অপু বিশ্বাস। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তিনি ফিরলেন-সঙ্গে শাকিব খানের সন্তান আব্রাহাম খান জয়। গতবছরের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে জন্ম হয় তাদের অপু-শাকিবের পুত্র সন্তানের।
এর আগে ২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিব খানের বাসায় ঘরোয়া পরিসরে বিয়ে বন্ধনে আবদ্ধ হন বাংলা চলচ্চিত্রের এ জনপ্রিয় জুটি। এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরা। অপু বিশ্বাস নাম পরিবর্তন করে হন অপু ইসলাম খান। তবে, চলচ্চিত্রের ক্যারিয়ারের কথা ভেবে দুজনের সিদ্ধান্তেই বিষয়টি মিডিয়ায় গোপন রাখা হয় বলে জানান অপু বিশ্বাস।
তবে, গত বছর শামিম আহমেদ রনি পরিচালিত বসগিরি চলচ্চিত্রের শুটিং চলাকালিন হঠাৎ উধাও হয়ে যান অপু বিশ্বাস। অপু বিশ্বাস জানান, গর্ভে সন্তানের উপস্থিতি টের পেয়েই তিনি শুটিং ছাড়তে বাধ্য হন। শাকিব খানের অনুরোধে বিষয়টি গোপন রাখেন তিনি। অপু বিশ্বাসের অভিযোগ, সন্তান ধারণ করা থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বাবা হিসেবে ও স্বামী হিসেবে যথাযথ দায়িত্ব পালন করেন নি শাকিব খান। উপরন্তু নবাগতা চিত্রনায়িকা বুবলির সঙ্গে শাকিব খানের স্ক্যান্ডাল ও এ ইস্যুতে শাকিব খানের মৌনতায় স্ত্রী ও দীর্ঘদিনের সহকর্মী হিসেবে তাকে ছোট করা হয়েছে। আশংকায় ফেলেছে তার সন্তানের ভবিষ্যতকেও। যার ফলে সকল নিরবতা ভেঙে সত্য প্রকাশে জনসম্মুখে উপস্থিত হয়েছেন এ নায়িকা।
টেলিভিশনে উপস্থিত হয়ে কান্নায় ভেঙে পড়েন অপু বিশ্বাস। অপু বিশ্বাস বলেন, আমার ছেলে আছে। আমার আর শাকিব খানের সন্তান। সে বাচ্চাটাকে অনেক স্ট্রাগল করে জন্ম দিয়েছি। তখন শাকিব আমার পাশে ছিলো না। টাকা দিয়েছে, কিন্তু কেউ যদি অসুস্থ থাকে সেসময় টাকা দিয়ে সব পাওয়া যায় না। আমি যখন অসুস্থ ছিলাম, একবার চেয়েছি তার সঙ্গে হ্যালো বলি। কি অন্যায় করেছিলাম, আমিতো শাকিবের ভালো চেয়েছি, এখনও চাই। তারও তো মা আছে, বোন আছে, তাদের একবার জিগেস করুন, তারা আমার মতো কষ্ট করে কি না। আমার কি অন্যায় আমি নায়িকা? আর আমার কি অন্যায় আমি শাকিবকে অনেক সাপোর্ট করেছি?’
কান্নায় ভেঙে পড়ে দীর্ঘদিন আড়ালে থাকার দিনগুলিতে নিজের কষ্টবর্ণনা করেন অপু বিশ্বাস। তিনি বলেন, “আমি অনেক সাফার করেছি। অনেক বিদ্রুপ, গুঞ্জন সহ্য করেছি। শুধু আমি জানতা শাকিবকে ঠিক রাখতে হবে। আমাকে বলছে অপু, তুমি লুকায়ে রাখো, আমি লুকিয়ে রেখেছি। আমার প্রাণের ছবি ‘বসগিরি’ আমি ছেড়ে গেছি এক কথায়।”
অপু বিশ্বাস জানান, গত ডিসেম্বর মাসে ঢাকায় ফিরে আসেন অপু বিশ্বাস। ঢাকায় ফেরার পর শাকিব খান তার সন্তানকে প্রায়ই দেখতেও যান। কিন্তু একসঙ্গে বসবাস করছেন না তারা। এ নিয়ে অপু বিশ্বাস কান্নায় ভেঙে পড়ে বলেন, ‘স্ত্রী হিসেবে আমি একটু সম্মান চেয়েছিলাম’।
তবে, সবকিছু ভুলে অপু বিশ্বাস ফের কাজে ফিরতে চাইছেন। তিনি জানান, ফিগার ঠিক করে স্বরূপে আবির্ভুত হয়ে আরও মাসখানেক সময় চাই তার। এরপরই তিনি তার অসমাপ্ত কাজগুলো করবেন। তবে শাকিব খানের সঙ্গে আর কাজ করবেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা সময়ই বলে দিবে। এদিকে, সোমবার বিকেলে দীর্ঘদিন পর এফডিসিতে হাজির হচ্ছেন অপু বিশ্বাস। সেখানে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হওয়ার কথা রয়েছে তার।
বাংলাদেশ সময়: ১৭:৫১:৪৭ ৬৩২ বার পঠিত