চাকরির পেছনে না ঘুরে ভেতরের শক্তিকে ব্যবহার করতে হবে : সংস্কৃতি মন্ত্রী

Home Page » সারাদেশ » চাকরির পেছনে না ঘুরে ভেতরের শক্তিকে ব্যবহার করতে হবে : সংস্কৃতি মন্ত্রী
রবিবার, ৯ এপ্রিল ২০১৭



 

 

 

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর

 বঙ্গনিউজঃ  তরুণ সমাজকে চাকরির পেছনে না ভেতরের শক্তি ব্যবহার করে নতুন কিছু করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেন, ‘আমাদের ছেলে মেয়েরা বিএ পাশ করে কেরাণী হওয়ার স্বপ্ন দেখে। চাকুরী না পেলে বেকার হয়ে পড়ে। দুনিয়া এখন বদলে গেছে, আমাদেরও দৃষ্টিভঙ্গী বদলাতে হবে। বেসরকারি উদ্যোগ গ্রহণ করে ছোট-বড় ব্যবসা-বাণিজ্য, শিল্প-কলখানা স্থাপনের মাধ্যমে নিজের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।’

শনিবার দুপুর ২টায় নীলফামারীতে এসএমই উদ্যোক্তা ও ব্যাংকার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

তিনি বলেন,‘স্বপ্নের বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে আমাদেরকে বড় করে স্বপ্ন দেখতে হবে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে, এরপর উন্নত দেশ হবে।

এসময় মন্ত্রী জেলায় বিভিন্ন ব্যাংকের ১১জন এসএমই ঋণ গ্রহীতার মাঝে এক কোটি ২০ লাখ টাকার চেক বিতরণ করেন।

বাংলাদেশ ব্যাংকের সহযোগীতায় ওই মেলায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জাকীর হোসেন। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, এসএমই ফাউ-েশনের ব্যবস্থাপনা পরিচালক সফিকুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের রংপুর কার্যালয়ের নির্বাহী পরিচালক গোলাম মোস্তফা, বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের এসএমই এবং বিশেষ কর্মসূচির মহাব্যবস্থাপক স্বপন কুমার রায় প্রমুখ।

এর আগে মন্ত্রী শনিবার বেলা ১১টার দিকে নীলফামারী উচ্চ্ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত লানিং এ- আনিং মেলার উদ্বোধন করেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের লানিং এ- আনিং ডেভলপমেন্ট প্রকল্পের আওতায় দিনব্যাপী ওই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জাকীর হোসেন। এসময় বক্তৃতা দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা, এল,ই,ডি,পি প্রকল্পের অতিরিক্ত পরিচালক মীর্জা আলী আব্বাস, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান।

বাংলাদেশ সময়: ৯:৪৭:৪৮   ৩৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সারাদেশ’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত ওসমানীনগরের অতিরিক্ত পুলিশ সুপার রফিক
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
রাস্তায় সমাবেশের অনুমতি দেয়া যাবে না বিএনপিকে : ডিএমপি কমিশনার
জানুয়ারি থেকে স্কুলে কোডিং, ডিজাইন ও অ্যানিমেশন শেখানো হবে :শিক্ষামন্ত্রী
দেশ বাঁচাতে নৌকায় ভোট দিন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১ মাস সময় বাড়ল আয়কর রিটার্ন দাখিলের
প্রকাশ হলো ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি , পদসংখ্যা ২৩০৯
সোহরাওয়ার্দীতে যে ২৬ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি প্রদান

আর্কাইভ