আবর্জনার স্তূপ- অসীম সাহা

Home Page » সাহিত্য » আবর্জনার স্তূপ- অসীম সাহা
শুক্রবার, ৭ এপ্রিল ২০১৭



Image may contain: 1 person, beard and close-upআবর্জনার স্তূপ জমেছে কাব্যকথার ঘরে
বিষমাখানো ছুরি আছে অকবির অন্তরে।
মোচ ওঠেনি, দাড়ি হয়নি, স্যান্ডোগেঞ্জি পরে;
পেটের ভিতর বাতাস দিলে ফড়ফড়াইয়া নড়ে।
হঠাৎ করে কাব্যবনে সে-সব শূয়োরগুলো
পংক্তি নিয়ে নখরা করে, নেই কারো চালচুলো।
পোঁদপাকা সব অকবিরা দামড়া ষাঁড়ের সাথে
হাত পাকিয়ে, মুখ বাঁকিয়ে হাত রেখে দেয় হাতে।
তারাই দেখি আসল কবির পশ্চাতে দেয় ছাপ
কে কবি আর কে কবি নয় করেন পরিমাপ।
কেউ বা বলে, “অসীম সাহা কবি হলেন কবে?
জনপ্রিয় কাব্য কোথায়? কোথায় সে-সব তবে?
এই কবিরা, ওই কবিরা যেমন জনপ্রিয়
অসীম সাহার এক কবিতার এমন প্রমাণ দিও।”
এরপরে কি কথা চলে? চুপ করে তাই থাকি
ছাগলগুলোর কথা শুনে হাস্য কোথায় রাখি?
ছাগলরা দেয় সার্টিফিকেট, পশ্চাতে দেয় বাঁশ
নিজের নামে তকমা এঁটে কবিকে দেয় ফাঁস!।
টাকা আছে, পয়সা আছে, দেখায় তেলেসমাতি
কিছু আছে চামচিকা আর বাকি পাঁঠার জাতি।
সবার মধ্যে গিরিঙ্গিবাজ দামড়া ‘কবি’ এক
বাঁদরখেলা চালায় মাঠে দেখ রে সবাই দেখ।
নিজেই যিনি অকবি এক, কাব্যবনে ঢুকে
হুঁশ ছাড়া সে মারছে রে ঢুঁশ সকল কবির মুখে।
সে তো এখন কবির রাজা, সবখানেতেই যায়
নিজের হাতে তৈরি করা ডুগডুগি বাজায়।
এসব দেখে, এসব শুনে পায় যে খুবই হাসি
মানুষ-কবির বিচার করে, মস্ত খোদার খাসি।

০৭. ০৪. ২০১৭

বাংলাদেশ সময়: ২২:৪১:১৩   ৪৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ