জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হবে ভারত: বিদেশমন্ত্রী

Home Page » এক্সক্লুসিভ » জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হবে ভারত: বিদেশমন্ত্রী
শুক্রবার, ৭ এপ্রিল ২০১৭



বঙ্গ-নিউজঃ  পাকিস্তানের ঘুম ছুটিয়ে আগেই অধিকৃত কাশ্মীরকে ভারতের বলে দাবি করেছেন৷ সেই রেশ ধরেই এবার বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জানালেন, ভবিষ্যতে রাষ্ট্রসংঘে নিরাপত্তা পরিষদের ভারত স্থায়ী সদস্য হবে। বৃহস্পতিবার রাজ্যসভায় একথা বলেন বিদেশমন্ত্রী৷

সুষমা স্বরাজ জানান, নিরাপত্তা পরিষদের বাকি সদস্য যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স এবং রাশিয়ার সমর্থন করেছে ভারতকে।  চিনও সরাসরিভাবে কোনও বাধা দেয়নি।  পুরনো সদস্য দেশগুলির মতই ভারতও রাষ্ট্রসংঘের সিকিউরিটি কাউন্সিলে একই অধিকার বহন করবে বলে আশা করছেন বিদেশমন্ত্রী৷

 

বৃহস্পতিবার রাজ্যসভায় প্রশ্নত্তোর পর্বে সুষমা স্বরাজের বক্তব্যের পর  প্রশ্ন ওঠে, ভারতের কাছে ভেটো ক্ষমতা থাকবে কি না।  উত্তরে বিদেশমন্ত্রী জানান, ভারত অন্যান্য দেশগুলির মতো সমান অধিকার চায়।   আমরা পুরনো সদস্য দেশ এবং নতুন সদস্য দেশগুলির মধ্যে কোনও ভেদাভেদ চাই না।  আমরা স্থায়ী সদস্য দেশগুলির মধ্যে প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণী চাই না।   শুধু স্থায়ী সদস্য হওয়ার চেষ্টা নয়, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংশোধন আনতে ভারত কূটনৈতিক স্তরে চেষ্টা চালাচ্ছে৷ এমনই জানিয়েছেন সুষমা স্বরাজ৷

ভারতকে স্থায়ী সদস্য হওয়ার ব্যাপারে সমর্থন করলেও ৬৯ তম সাধারণ সভায়  নতুন সদস্যদের ভেটো ক্ষমতা দেওয়ার ব্যাপারে অনীহা প্রকাশ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন৷ ভারত স্থায়ী সদস্য হবে কি না এবং নতুন সদস্য দেশগুলি ভেটো ক্ষমতা দেওয়া হবে কি না এই নিয়ে বর্তমানে রাষ্ট্রসংঘের সাধারণ অ্যাসেম্বলিতে আলোচনা বহাল আছে।

বাংলাদেশ সময়: ১২:০৮:৩৩   ৪৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ