ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হচ্ছেন - হুজ্জাতুল ইসলাম রায়িসি

Home Page » আজকের সকল পত্রিকা » ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হচ্ছেন - হুজ্জাতুল ইসলাম রায়িসি
শুক্রবার, ৭ এপ্রিল ২০১৭



  • হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি

বঙ্গ-নিউজঃ ইরানের প্রভাবশালী আলেম ও ইমাম রেজা (আ)’র পবিত্র মাজারের বর্তমান অভিভাবক হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি তার দেশের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে প্রস্তুত বলে ঘোষণা করেছেন। তার প্রতিনিধি মাশহাদ শহরের মেয়র সাইয়্যেদ সৌলাত মোর্তাজাভি এই ঘোষণা দিয়েছেন। জনাব রায়িসি ইরানের প্রসিকিউটর বা অ্যাটর্নি জেনারেল ছিলেন।

জনাব মোর্তাজাভি আজ (বৃহস্পতিবার) বলেছেন, প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার অনুরোধ গ্রহণ করেছেন জনাব রায়িসি এবং তিনি শিগগিরই তার পরিকল্পনাগুলো ঘোষণা করবেন। বেশ কিছু অনুরোধের পর জনাব রায়িসি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছেন বলে মাশহাদ শহরের মেয়র জানান।

জনাব মোর্তাজাভি ‘ইসলামি বিপ্লবী শক্তিগুলোর গণ-ফ্রন্ট’ নামক একটি রাজনৈতিক আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলন শেষে এইসব তথ্য দিয়েছেন। এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রাজধানী তেহরানের দক্ষিণাঞ্চলে ‘শাহরে আফতাব কমপ্লেক্স’ নামক ভবনে।

আজকের এই সম্মেলনে অংশগ্রহণকারীরা প্রথমে তাদের সম্ভাব্য ৫ প্রেসিডেন্ট প্রার্থীর জনপ্রিয়তা যাচাই করেন সমর্থকদের ভোট নেয়ার মাধ্যমে। এতে জনাব রায়িসি দু হাজার ১৪৭ ভোট পেয়ে প্রথম হন। দ্বিতীয় সর্বোচ্চ ভোট পান আলী রেজা জাকানি। তিনি পান ১৫৪৬ ভোট। তেহরানের বর্তমান মেয়র বাকের কালিবফ ১৩৭৩ ভোট পেয়ে চতুর্থ হন।  ইসলামী বিপ্লব সংহতি ফ্রন্ট সাইয়্যেদ রায়িসিকে সমর্থন দিচ্ছে বলে কোনো কোনো সূত্র জানিয়েছে।

এর আগে ইরানের বর্তমান প্রেসিডেন্ট ডক্টর হাসান  রুহানিও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন বলে জানানো হয়েছে।  ‘উদারীকরণ ও উন্নয়ন’ নামের দল ও ‘সংস্কার ফ্রন্ট সমন্বয় পরিষদ’ও প্রেসিডেন্ট রুহানিকে দ্বিতীয়বারের মত প্রেসিডেন্ট পদে দেখতে আগ্রহী বলে ঘোষণা করেছে।

সাবেক সংস্কৃতি মন্ত্রী  সাইয়্যেদ আগা মোস্তাফা মির সালিম ইসলামিক কোয়ালিশন দলের পক্ষ হতে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন বলে দলটি ঘোষণা করেছে। তিনি  এক সময় মরহুম প্রেসিডেন্ট রাফসানজানির শীর্ষ উপদেষ্টাও ছিলেন।

গত ফেব্রুয়ারি মাসে ইরানের সাবেক ভাইস প্রেসিডেন্ট হামিদ বাকায়ি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছিলেন।

এ ছাড়াও ইরানের জাতীয় সম্প্রচার বিভাগের সাবেক প্রধান ডক্টর ইজ্জাতুল্লাহ জারগামিও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন বলে জানানো হয়েছে।

আগামী ১৯ মে ইরানে ১২তম প্রেসিডেন্ট ও স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১০:২৪:৫৯   ৩৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ